দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জনে।
আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।
এর আগে গতকাল সোমবার করোনায় ৩১ জনের মৃত্যু হয়। শনাক্ত হন ১৩ হাজার ৫০১ জন। শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।
শাজাহান খান করোনা আক্রান্ত
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বর্তমানে মাদারীপুরের নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। সেখানেই চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি।
সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরামুল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে শাজাহান খান মাদারীপুর নিজ বাসভবনে অবস্থান করছেন। গত দু’দিন ধরে তার ঠাণ্ডাজনিত সমস্যা দেখা দেয়। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে। পরে অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা সংক্রমণ শনাক্ত হয়।
ডা. ইকরাম হোসেন আরও বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলেশনে থাকতে বলা হয়েছে। এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















