করোনা সংক্রমণ পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ বিবেচনায় নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের তারিখ পুর্ননির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং আগামী ২৫ মার্চ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে নির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন ডিইউজের সহসভাপতি এম এ কুদ্দুস, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, জনকল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী, দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য সাকিলা পারভীন, রাজু হামিদ, ইব্রাহীম খলিল খোকন, এ এম শাহজাহান মিয়া, জুবায়ের রহমান চৌধুরী, আরটিভির ইউনিট প্রধান মো. সাইখুল ইসলাম উজ্জল, জনতার ডেপুটি ইউনিট প্রধান দৌলতুন নেছা রেখা, করতোয়ার ডেপুটি ইউনিট প্রধান মো. মিজানুর রহমান প্রমুখ।
০৯:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ডিইউজের নির্বাচন ২৫ মার্চ
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- 104
ট্যাগ :
জনপ্রিয়


























