০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

‘বড় বাঘডাশা’ গ্রামবাসীর ফাঁদে

ময়মনসিংহ সদরে বড় বাঘডাশা নামে বিলুপ্ত প্রজাতির এক প্রাণী আটক করেছে গ্রামবাসী।

সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে বুধবার দুপুর আড়াইটার দিকে জাল ফেলে প্রাণীটি আটক করা হয়।

বিষয়টি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ওই এলাকার হাবিবুর রহমানের বাড়ির পরিত্যক্ত ঘরে প্রাণীটি প্রবেশ করে। এসময় একটি শিশু প্রাণীটিকে দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। এমতাবস্থায় খবরটি চারদিকে ছড়িয়ে পড়েলে অসংখ্য আসে এবং অনেকে ভয় পায়। পরে স্থানীয়রা জাল দিয়ে ফাঁদ পেতে
প্রাণীটিকে আটক করে।

তিনি বলেন, বর্তমানে প্রাণীটি খাঁচায় বন্ধী রয়েছে। এমন প্রাণী এলাকায় এই প্রধান ধরা পড়েছে। এজন্য কেউ চিনতে পারছেনা। তবে, প্রাণীটি হিংস্র আচরণ করছে।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন বলেন, রাত আটটার দিকে একটি প্রাণী আটক হওয়ার খবর পেয়েছি। পরে প্রাণীর ছবি দেখা চিনতে পেরেছ এটি বিলুপ্ত প্রজাতির বড় বাঘডাশা। বৈজ্ঞানিক নাম- Viverra zibetha.। একটি বড় বাঘডাশার গড় আয়ু ১৫ বছর পর্যন্ত।

তিনি বলেন, যার বাড়িতে আটক করা হয়েছে, তার বাড়িতেই রাত পর্যন্ত প্রাণটিকে রাখতে বলেছি। বৃহস্পতিবার প্রাণিটিকে এনে মধুপুর গড়ে ছেড়ে দেওয়া হবে।

বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, হয়ত প্রাণীটি খাবারের সন্ধান করতে করতে ওই বাড়িতে চলে এসেছিল। এ থেকে ধারণা করছি, এসব আরও অনেক প্রাণী বনে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

‘বড় বাঘডাশা’ গ্রামবাসীর ফাঁদে

প্রকাশিত : ০৪:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২

ময়মনসিংহ সদরে বড় বাঘডাশা নামে বিলুপ্ত প্রজাতির এক প্রাণী আটক করেছে গ্রামবাসী।

সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের মাইজহাটি গ্রামে বুধবার দুপুর আড়াইটার দিকে জাল ফেলে প্রাণীটি আটক করা হয়।

বিষয়টি দৈনিক আজকের বিজনেস বাংলাদেশকে নিশ্চিত করেছেন ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে ওই এলাকার হাবিবুর রহমানের বাড়ির পরিত্যক্ত ঘরে প্রাণীটি প্রবেশ করে। এসময় একটি শিশু প্রাণীটিকে দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে আশপাশের লোকজন জড়ো হয়। এমতাবস্থায় খবরটি চারদিকে ছড়িয়ে পড়েলে অসংখ্য আসে এবং অনেকে ভয় পায়। পরে স্থানীয়রা জাল দিয়ে ফাঁদ পেতে
প্রাণীটিকে আটক করে।

তিনি বলেন, বর্তমানে প্রাণীটি খাঁচায় বন্ধী রয়েছে। এমন প্রাণী এলাকায় এই প্রধান ধরা পড়েছে। এজন্য কেউ চিনতে পারছেনা। তবে, প্রাণীটি হিংস্র আচরণ করছে।

ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন বলেন, রাত আটটার দিকে একটি প্রাণী আটক হওয়ার খবর পেয়েছি। পরে প্রাণীর ছবি দেখা চিনতে পেরেছ এটি বিলুপ্ত প্রজাতির বড় বাঘডাশা। বৈজ্ঞানিক নাম- Viverra zibetha.। একটি বড় বাঘডাশার গড় আয়ু ১৫ বছর পর্যন্ত।

তিনি বলেন, যার বাড়িতে আটক করা হয়েছে, তার বাড়িতেই রাত পর্যন্ত প্রাণটিকে রাখতে বলেছি। বৃহস্পতিবার প্রাণিটিকে এনে মধুপুর গড়ে ছেড়ে দেওয়া হবে।

বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, হয়ত প্রাণীটি খাবারের সন্ধান করতে করতে ওই বাড়িতে চলে এসেছিল। এ থেকে ধারণা করছি, এসব আরও অনেক প্রাণী বনে রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ