০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

শপথ নিলেন জায়েদ খান প্যানেলের অঞ্জনা

শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের কর্মনির্বাহী সদস্য পদে জয় পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যু নতুন মোড় নিল। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘আজ শপথ নিলাম। সমিতির সবই তো ঠিক আছে। শুধু সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। সাধারণ সম্পাদক পদে যেই আসুক আমাদের তো সমস্যা নেই।’ শপথের সময় আরও উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক ফেরদৌসসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

শপথের পর অঞ্জনা বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিলাম। এ ছাড়া আমার প্যানেলে সবার সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছি। আমার ১৭ সিনেমার নায়ক কাঞ্চন, তার কাছ থেকে শপথ নিয়েও বেশ ভালো লাগছে। যেহেতু আমি শপথ নিয়েছি, তাই এখন থেকে শিল্পী সমিতির সব কার্যক্রমে আমি যুক্ত থাকবো। সব সময় শিল্পীদের পাশে আছি।’ একই সঙ্গে তিনি তার প্যানেলের (মিশা-জায়েদ) অন্য নির্বাচিত সদস্যদেরও শপথ গ্রহণের আমন্ত্রণ জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

শপথ নিলেন জায়েদ খান প্যানেলের অঞ্জনা

প্রকাশিত : ০৮:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২

শপথ নিলেন মিশা-জায়েদ প্যানেলের কর্মনির্বাহী সদস্য পদে জয় পাওয়া চিত্রনায়িকা অঞ্জনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ইস্যু নতুন মোড় নিল। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয় সংলগ্ন বাগানে অঞ্জনাকে শপথ পাঠ করান সভাপতি ইলিয়াস কাঞ্চন।

এ প্রসঙ্গে অঞ্জনা বলেন, ‘আজ শপথ নিলাম। সমিতির সবই তো ঠিক আছে। শুধু সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতের আদেশ আসবে। সাধারণ সম্পাদক পদে যেই আসুক আমাদের তো সমস্যা নেই।’ শপথের সময় আরও উপস্থিত ছিলেন- চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক ফেরদৌসসহ শিল্পী সমিতির বেশ কয়েকজন সদস্য।

শপথের পর অঞ্জনা বলেন, ‘আমি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিলাম। এ ছাড়া আমার প্যানেলে সবার সঙ্গে কথা বলেই শপথ নিতে এসেছি। আমার ১৭ সিনেমার নায়ক কাঞ্চন, তার কাছ থেকে শপথ নিয়েও বেশ ভালো লাগছে। যেহেতু আমি শপথ নিয়েছি, তাই এখন থেকে শিল্পী সমিতির সব কার্যক্রমে আমি যুক্ত থাকবো। সব সময় শিল্পীদের পাশে আছি।’ একই সঙ্গে তিনি তার প্যানেলের (মিশা-জায়েদ) অন্য নির্বাচিত সদস্যদেরও শপথ গ্রহণের আমন্ত্রণ জানান।

বিজনেস বাংলাদেশ/বিএইচ