বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ। দীর্ঘাদেহী এ সুন্দরীর প্রতি সালমান খানের অনুরাগ সিনে মহলের সকলেরই জানা। ক্যাটরিনাকে নিয়েই নাকি এবার বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে লড়াইয়ে নেমেছে সালমান।
তবে ঘাবড়ানোর কিছু নেই। কোনো ত্রিভূজ প্রেমের গল্প দর্শকদের দেখতে বা শুনতে হবে না। দুই যুগেরও বেশি সময় ধরে স্ত্রী গৌরীকে নিয়েই মহাসুখে সংসার করছেন কিং খান। সেখানে ক্যাটের ঢোকার কোনো সম্ভাবণা নেই। মূল ব্যাপারটা হচ্ছে, ক্যাটরিনার সঙ্গে সবচেয়ে ভালো রসায়ন কার? সালমান নাকি শাহরুখের? সেটাই এবার সরাসরি ধরা পড়তে চলেছে সিনেমার পর্দায়।
একসময় সালমান ও শাহরুখ খানের মধ্যে মনোমালিন্য থাকলেও সব ভুলে তারা এখন বন্ধু। সালমানের টিউবলাইট সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন শাহরুখ। এবার বলিউড কিং খানের জিরো সিনেমায় অতিথি চরিত্রে হাজির হচ্ছেন সালমান।
জিরো সিনেমায় একটি গানে দেখা যাবে সালমানকে। মুম্বাইয়ে চারদিন ধরে গানটির শুটিং করা হয়। সিনেমার অন্যতম একটি আকর্ষণীয় অংশও এটি। তবে নতুন খবর হচ্ছে, ‘জিরো’ ছবিতে শাহরুখ, ক্যাটরিনার সঙ্গে থাকছেন সালমান খানও। ভারতীয় মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন তেমনটাই বলছে।
জানা গেছে, সিনেমায় ক্যাটরিনা একজন অভিনেত্রীর ভূমিকায় অভিনয় করছেন। খর্বাকৃতি একজন ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন শাহরুখ। সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘সিনেমাটিতে শাহরুখকে দেখা যাবে ক্যাটরিনার একজন ভক্ত হিসেবে। অন্যদিকে সালমান একজন সুপারস্টারের ভূমিকায় থাকবেন, যিনি ক্যাটরিনার নায়কদের একজন। পুরো দৃশ্যটি এমনভাবে কোরিওগ্রাফি করা হয়েছে, দেখে মনে হবে সালমান ও শাহরুখ ক্যাটরিনার জন্য লড়াই করছেন। এর চূড়ান্ত ভিডিওটি সিনেমার টিম দেখেছেন। তারা এটি নিয়ে খুবই খুশি।’
শাহরুখ-ক্যাটরিনা ছাড়াও জিরো সিনেমাটিতে রয়েছেন আনুশকা শর্মা। জব তক হ্যায় জান সিনেমার পর আবারো একই সিনেমায় অভিনয় করছেন এ তিনজন। এতে একজন উঠতি বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন আনুশকা। সিনেমাটি পরিচালনা করছেন আনন্দ এল রাই। চলতি বছর ক্রিসমাস উপলক্ষে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


























