০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সামনের ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনসনকে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলেনস্কি আর জনসনের এই ফোনালাপের কথা। ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই ফোনালাপে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন জনসন।

ফোনালাপে জনসন বলেন, ইউক্রেনে প্রতিরক্ষা ও সামরিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

এছাড়াও রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত কয়েক বছর ধরে চলমান থাকতে পারে।তিনি হুঁশিয়ারি দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন পর্যন্ত ডেকে আনতে পারে এই যুদ্ধ।

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তাও পাঠাচ্ছে তারা। এছাড়া ইতিহাসের প্রথমবারের মতো এবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকেও ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণা দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

সামনের ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনসনকে জেলেনস্কি

প্রকাশিত : ০১:০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সামনের ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান জেলেনস্কি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে জেলেনস্কি আর জনসনের এই ফোনালাপের কথা। ব্রিটিশ সরকারের এক মুখপাত্রের ভাষ্যমতে, রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই ফোনালাপে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বের প্রশংসা করেন জনসন।

ফোনালাপে জনসন বলেন, ইউক্রেনে প্রতিরক্ষা ও সামরিক সহায়তা পাঠানো নিশ্চিত করতে যুক্তরাজ্য এবং তার মিত্রদের কাছ থেকে সর্বোচ্চ সাহায্য করা হবে।

এছাড়াও রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউরোপের এ দুই দেশের নেতা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে একমত হয়েছেন বলেও জানা গেছে প্রতিবেদনে।

এদিকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত কয়েক বছর ধরে চলমান থাকতে পারে।তিনি হুঁশিয়ারি দেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পতন পর্যন্ত ডেকে আনতে পারে এই যুদ্ধ।

ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন করার উদ্যোগ অব্যাহত রেখেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্ররা। একই সঙ্গে ইউক্রেনে সামরিক সহায়তাও পাঠাচ্ছে তারা। এছাড়া ইতিহাসের প্রথমবারের মতো এবার ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকেও ইউক্রেনের সহায়তায় অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণা দেয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ