আজ ৩ এপ্রিল (মঙ্গলবার) চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীরের জন্মদিন। ১৯৫০ সালের এইদিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেন তিনি। তার বাবা ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর একজন অন্যতম প্রযোজক কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া। আলমগীরের জন্মদিনে ‘ আজকের বিজনেজ বাংলাদেশ’ এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা।
ছোটবেলায় তার বাবা মা তার জন্মদিন বড় আয়োজনের মধ্যদিয়ে উদ্যাপন করলেও সময়ের ধারাবাহিকতায় এখন আর তার জন্মদিন তিনি সেভাবে উদ্যাপন করেন না।
কিন্তু তার জন্মদিনকে ঘিরে তার পরিবারের মধ্যে সবসময়ই এক অন্যরকম কৌতুহল কাজ করে। ঘরোয়াভাবে বিশেষ আয়োজনও করা হয়ে থাকে। অবশ্য সেসব আয়োজন সম্পর্কে আগে থেকে তিনি ওয়াকিবহাল থাকেন না। বছরের অন্যান্য দিনের মতোই আলমগীর তার জন্মদিনেও স্বাভাবিকভাবেই কাটানোর চেষ্টা করেন।
আলমগীর বলেন, ‘এখনতো আসলে বয়স হয়েছে, তাই জন্মদিন নিয়ে তেমন কোন কিছু করারও আগ্রহ থাকে না। ৫০’র পরতো আসলে বয়স নিম্নগামীই হয়ে যায়। ছোট বেলায় আমার বাবা মা খুউব বড় করে আমার জন্মদিন উদ্যাপন করতেন। এভাবে বহুবছর কেটে গেছে। কিন্তু ইদানীং আর সেভাবে জন্মদিন উদ্যাপন করাই হয়না। ভালোবেসে এইদিনে অনেকেই ফোন করেন, শুভেচ্ছা জানান, দোয়া করেন-এটাই যেন এখন অনেক ভালোলাগার বিষয়।’
এদিকে আজ জাতীয় চলচ্চিত্র দিবস। দিনটি আজ বিশেষভাবে উদ্যাপিত হবে।
এ বিষয়ে আলমগীর বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে এই বিশেষ দিনটি উপহার দিয়েছেন। এ জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। জাতীয় চলচ্চিত্র দিবস চলচ্চিত্রের জন্য একটি বিরাট উদ্যাপন। অনেক বেশি কৃতজ্ঞ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কারণ তার উদ্যোগেই এই দিবসটি অনেকদিন পরে হলেও জাতীয় চলচ্চিত্র দিবসে পরিণত হয়েছে। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো জাতীয় চলচ্চিত্র দিবস এবং আমার জন্মদিন একই দিনে। এ যেন সত্যিই এক অন্যরকম ভালোলাগা।’

‘আমার জন্মভূমি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসা আলমগীর আশি ও নব্বইয়ের দশকে দাপটের সঙ্গে কাজ করেছেন। পারিবারিক টানাপোড়ন, সামাজিক অ্যাকশন, রোমান্টিক অ্যাকশন, ফোক ফ্যান্টাসিসহ সব ধরনের চলচ্চিত্রে তিনি ছিলেন সফল। তাকে মহানায়ক আলমগীর হিসেবেও অভিহিত করা হয়।
এ পর্যন্ত তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘মা ও ছেলে’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। মোট আটবার একই সম্মানে ভূষিত হন। ১৯৮৬ সালে তিনি প্রথম ‘নিষ্পাপ’ ছবি নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্দেশনায় নির্মিত সর্বশেষ ছবি হচ্ছে ‘নির্মম’। তিনি চলচ্চিত্রে গানও গেয়েছেন।
এদিকে আগামী ১৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ চলচ্চিত্র। এ প্রসঙ্গে আলমগীর বলেন, ‘চলচ্চিত্রের প্রতি, চলচ্চিত্রের মানুষের প্রতি সর্বোপরি দর্শকের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি একটি সিনেমার গল্প নির্মাণ করেছি। আমার খুউব কাছের যারা বন্ধু বান্ধব চলচ্চিত্রটি দেখেছেন। তারা সবাই চলচ্চিত্রটি দেখার পর এটাও বলেছেন যে এতে অস্বাভাবিক রকম সুন্দর একটি গল্প আছে। আমার এই চলচ্চিত্রটি হলে গিয়ে দর্শক উপভোগ করে যদি খুশি হন সেটাই হবে আমার কষ্টের সার্থকতা।’
এদিকে মঙ্গলবার চ্যানেল আইতে অনন্যা রুমা’র প্রযোজনায় মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় দুপুর ১২.২০ মিনিটে তারকা কথন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কথা বলবেন আলমগীর। আলমগীর জাতীয় চলচ্চিত্র দিবস ও তার জন্মদিন নিয়ে অনুষ্ঠানে কথা বলবেন।


























