০৬:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন শিক্ষামন্ত্রী

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠদান শুরু হয়েছে। আজ বুধবার (২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এর আগে সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেনির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন। পরবর্তীতে এ বইয়ের ওপর কুইজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের মায়ের মতো মাতৃভূমি ও মাতৃভাষাকেও ভালোবাসার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা বৃদ্ধিতে কর্মমুখী মানমম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাক্রম পরিবর্তনে কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, ‘গত প্রায় দুই বছর যাবত করোনা মহামারির মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যেও আমরা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করেছি। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। ’ এসময় নানান প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সব কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ০২:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠদান শুরু হয়েছে। আজ বুধবার (২ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এর আগে সকালে ঢাকা কলেজে একাদশ শ্রেনির নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তুলে দেন। পরবর্তীতে এ বইয়ের ওপর কুইজ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

এ সময় শিক্ষার্থীদের মায়ের মতো মাতৃভূমি ও মাতৃভাষাকেও ভালোবাসার আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা বৃদ্ধিতে কর্মমুখী মানমম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষাক্রম পরিবর্তনে কাজ করছে।

মন্ত্রী আরো বলেন, ‘গত প্রায় দুই বছর যাবত করোনা মহামারির মধ্যে আমাদের শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। এর মধ্যেও আমরা পুনর্বিন্যাস করা সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিয়ে যথাসময়ে ফলাফল প্রকাশ করেছি। কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছি। ’ এসময় নানান প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সব কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর