১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‘কম পয়সাতে লুডু খেলা যায়, সিনেমা বানানো যায় না’

‘ভালো ছবি বানাবার জন্য সরকার যে টাকাটা দেয়, এ টাকা দিয়ে কোনো দিন ভালো ছবি নির্মাণ করা সম্ভব নয়। কম পয়সাতে লুডু খেলা যায়, কিন্তু সিনেমা বানানো যায় না। কিন্তু আমাদের এখানে অনেক সময় বিষয়গুলো কেমন জানি একটু ভিন্ন চোখে দেখা হয়। আমার কাছে বিষয়গুলো অদ্ভূত লাগে।’

৩ এপ্রিল, মঙ্গলবার সকালে বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন এটিএম শামসুজ্জামান।

বাংলা চলচ্চিত্রে অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকারের মতো বহু পরিচয় আছে এটিএম শামসুজ্জামানের। বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি সরকারি অনুদানকে ‘চলচ্চিত্রের ফিতরা’ বলে মন্তব্য করেন।

এটিএম হিসেবে পরিচিত এই অভিনেতা বলেন, ‘ঈদের সময় যেমন ফিতরা দেওয়া হয়, এটা আমি বলি চলচ্চিত্রের ফিতরা। ভিক্ষুকরা যেমন ভিক্ষা পাওয়ার পর বড় লোকও হয় না, আবার গরিবও হয় না, চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই ঘটছে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, সিনেমা নির্মাণের জন্য প্রতি বছর আপনি যে টাকাগুলো দেন, সেটা যেন তারাই পান, যারা সত্যিকার অর্থেই সিনেমা বানাতে চান।’

অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

১৯৬৫ সাল থেকে চলচ্চিত্রে অভিষেক হয় এটিএম শামসুজ্জামানের। তার অভিনীত প্রথম ছবি ‘ন্যায়ী জিন্দেগী’, যার কাজ শেষ হয়নি। ১৯৭৪ সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘নয়নমনি’তে অভিনয়ের সুযোগ পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে।

মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনে আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করে বিএফডিসি কর্তৃপক্ষ ও জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠান হাতে নিয়েছে তারা। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা উদ্বোধন অনুষ্ঠান, টকশো, সেমিনার, লালগালিচা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দিনভর।

জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়িকা পপি, নায়ক সাইমন সাদিক, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, নির্মাতা শাহীন সুমন,অভিনেতা সুব্রত, জয় চৌধুরীসহ আরও অনেকেই।

১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিল উত্থাপন করেন। আর এই বিলের মাধ্যমে নির্মিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।

২০১২ সালের ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের প্রতিপাদ্য ‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

‘কম পয়সাতে লুডু খেলা যায়, সিনেমা বানানো যায় না’

প্রকাশিত : ১০:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ এপ্রিল ২০১৮

‘ভালো ছবি বানাবার জন্য সরকার যে টাকাটা দেয়, এ টাকা দিয়ে কোনো দিন ভালো ছবি নির্মাণ করা সম্ভব নয়। কম পয়সাতে লুডু খেলা যায়, কিন্তু সিনেমা বানানো যায় না। কিন্তু আমাদের এখানে অনেক সময় বিষয়গুলো কেমন জানি একটু ভিন্ন চোখে দেখা হয়। আমার কাছে বিষয়গুলো অদ্ভূত লাগে।’

৩ এপ্রিল, মঙ্গলবার সকালে বিএফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন এটিএম শামসুজ্জামান।

বাংলা চলচ্চিত্রে অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকারের মতো বহু পরিচয় আছে এটিএম শামসুজ্জামানের। বিএফডিসির মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির মঞ্চে বক্তব্য দেওয়ার সময় তিনি সরকারি অনুদানকে ‘চলচ্চিত্রের ফিতরা’ বলে মন্তব্য করেন।

এটিএম হিসেবে পরিচিত এই অভিনেতা বলেন, ‘ঈদের সময় যেমন ফিতরা দেওয়া হয়, এটা আমি বলি চলচ্চিত্রের ফিতরা। ভিক্ষুকরা যেমন ভিক্ষা পাওয়ার পর বড় লোকও হয় না, আবার গরিবও হয় না, চলচ্চিত্রের ক্ষেত্রেও তাই ঘটছে। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, সিনেমা নির্মাণের জন্য প্রতি বছর আপনি যে টাকাগুলো দেন, সেটা যেন তারাই পান, যারা সত্যিকার অর্থেই সিনেমা বানাতে চান।’

অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

১৯৬৫ সাল থেকে চলচ্চিত্রে অভিষেক হয় এটিএম শামসুজ্জামানের। তার অভিনীত প্রথম ছবি ‘ন্যায়ী জিন্দেগী’, যার কাজ শেষ হয়নি। ১৯৭৪ সালে তিনি আমজাদ হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘নয়নমনি’তে অভিনয়ের সুযোগ পান। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এ অভিনেতাকে।

মঙ্গলবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপনে আলাদাভাবে অনুষ্ঠানের আয়োজন করে বিএফডিসি কর্তৃপক্ষ ও জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। দিনটি উপলক্ষে নানা অনুষ্ঠান হাতে নিয়েছে তারা। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মেলা উদ্বোধন অনুষ্ঠান, টকশো, সেমিনার, লালগালিচা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রশিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে দিনভর।

জাতীয় চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা ফারুক, ইলিয়াস কাঞ্চন, হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়িকা পপি, নায়ক সাইমন সাদিক, নাসরিন, মোহাম্মদ হোসেন জেমি, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সুজাতা, নির্মাতা শাহীন সুমন,অভিনেতা সুব্রত, জয় চৌধুরীসহ আরও অনেকেই।

১৯৫৭ সালের ৩ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিল উত্থাপন করেন। আর এই বিলের মাধ্যমে নির্মিত হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন।

২০১২ সালের ৩ এপ্রিলকে জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবারের প্রতিপাদ্য ‘ঐতিহ্যের ভিত্তি ধরি, দেশের ছবি রক্ষা করি’।