ইউক্রেনের দুটি শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের মারিয়োপল ও ভলনোভাখা শহরে এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এ দুই শহরে যুদ্ধের কারণে আটকা লোকজন যাতে বের হয়ে যেতে পারেন, সেজন্য এ যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, বেসামরিক লোকজনের জন্য মানবিক করিডোর উন্মুক্ত করতে মস্কোর স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিয়োপল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
রাশিয়া বলছে, ইউক্রেনের পক্ষ থেকে কয়েকটি রুটে বেসামরিক লোকজনকে বের হওয়ার সুযোগ দেয়ার জন্য বলা হয়েছিল। তবে এ বিষয়টি ইউক্রেন এখনও নিশ্চিত করেনি।
মারিয়োপল রুশ সীমান্তের কাছে বিজনেস বাংলাদেশ/বিএইচইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। শহরটির চারপাশ ঘিরে রেখেছে রুশ বাহিনী। অপরদিকে ভলনোভাখা শহরে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এ দুই শহর এখনও ইউক্রেনের হাতছাড়া হয়নি।
























