০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

মলদোভায় ইমিগ্রেশন শেষে হাদিসুরের মরদেহ রোমানিয়ার পথে

নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান ইউক্রেনে থেকে মলদোভায় পৌঁছেছে। এখন তা রোমানিয়ার পথে রয়েছে।

আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মলদোভায় পৌঁছে হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান। এরপর সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। এখন মরদেহবাহী ভ্যানটি রোমানিয়ার পথে রয়েছে। রাত ১২টার দিকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাতে পারে।’
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলীর এই মরদেহবাহী ফ্রিজারভ্যানটি এর আগে শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ইউক্রেন থেকে যাত্রা শুরু করে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজ বাংলার সমৃদ্ধি জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার রাজধানীতে বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন। তবে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসায় তার অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেখানে সানি লিওন নামটি গোপন করে অনুমতি চাওয়া হয়েছিল। সেটি যখন মন্ত্রণালয় নজরে আসে তখন তা বাতিল করা হয়। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়াটা অপরাধ।’

মন্ত্রী বলেন, ‘যারা করেছে, তারা সেটা অন্যায় করেছে। যারা গোপন করেছে সেটা নিয়ে কি করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।’

সানি লিওনসহ ভারতের ১০ জন শিল্পী সোলজার নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চেয়েছে।

মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, বাংলাদেশের জিডিপির হিসেবটি ভুয়া। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের যে জিডিপি ও মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে সেটা আইএমএফ এর রিপোর্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এতে মির্জা ফখরুল ইসলাম সাহেব্রা খুশি না। তারা চায় এ দেশের মানুষরা দরিদ্র থাকুক। সুতরাং তারা এ জন্যই এ সব আজগুবি প্রশ্ন করে এবং এগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

মলদোভায় ইমিগ্রেশন শেষে হাদিসুরের মরদেহ রোমানিয়ার পথে

প্রকাশিত : ০৯:১৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২

নিহত নাবিক হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান ইউক্রেনে থেকে মলদোভায় পৌঁছেছে। এখন তা রোমানিয়ার পথে রয়েছে।

আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন বিএমএমওএ সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মলদোভায় পৌঁছে হাদিসুর রহমানের মরদেহবাহী ফ্রিজারভ্যান। এরপর সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করা হয়। এখন মরদেহবাহী ভ্যানটি রোমানিয়ার পথে রয়েছে। রাত ১২টার দিকে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছাতে পারে।’
‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের তৃতীয় প্রকৌশলীর এই মরদেহবাহী ফ্রিজারভ্যানটি এর আগে শুক্রবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ইউক্রেন থেকে যাত্রা শুরু করে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে ২৯ জন ক্রু নিয়ে অলভিয়া বন্দরে আটকা পড়ে জাহাজ বাংলার সমৃদ্ধি জাহাজটি। পরে গত ২ মার্চ রকেট হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। তবে অন্য ২৮ জনকে বৃহস্পতিবার জাহাজটি থেকে সরিয়ে নেওয়া হয়।

এরপর হাদিসুরের মরদেহ ও বেঁচে যাওয়া ২৮ নাবিককে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়। ৫ মার্চ বাংলাদেশ সময় দুপুরে ইউক্রেনের অলভিয়া বন্দর সংলগ্ন বাংকার (শেল্টার হাউজ) থেকে বেরিয়ে মালদোভার পথে যাত্রা শুরু করেন ২৮ নাবিক।

৬ মার্চ বেলা ১১টার দিকে তারা ইউক্রেন সীমান্ত পেরিয়ে মালদোভা হয়ে দুপুরের পর রোমানিয়া পৌঁছান। গত বুধবার ২৮ নাবিক রোমানিয়ার রাজধানীতে বুখারেস্ট বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ঢাকায় ফেরেন।

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিল সানি লিওন!

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন ভারতীয় অভিনেত্রী সানি লিওন। তবে বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসায় তার অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (১১ মার্চ) জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেয়া হয়েছিল। সেখানে সানি লিওন নামটি গোপন করে অনুমতি চাওয়া হয়েছিল। সেটি যখন মন্ত্রণালয় নজরে আসে তখন তা বাতিল করা হয়। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়াটা অপরাধ।’

মন্ত্রী বলেন, ‘যারা করেছে, তারা সেটা অন্যায় করেছে। যারা গোপন করেছে সেটা নিয়ে কি করা যায়, তা নিয়ে আমরা ভাবছি।’

সানি লিওনসহ ভারতের ১০ জন শিল্পী সোলজার নামে একটি সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে আসার অনুমতি চেয়েছে।

মির্জা ফখরুল ইসলামের অভিযোগ, বাংলাদেশের জিডিপির হিসেবটি ভুয়া। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘বাংলাদেশের যে জিডিপি ও মাথাপিছু আয় যে ভারতকে ছাড়িয়ে গেছে সেটা আইএমএফ এর রিপোর্ট।’

তিনি বলেন, ‘বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে ৪ গুণ বৃদ্ধি পেয়েছে এতে মির্জা ফখরুল ইসলাম সাহেব্রা খুশি না। তারা চায় এ দেশের মানুষরা দরিদ্র থাকুক। সুতরাং তারা এ জন্যই এ সব আজগুবি প্রশ্ন করে এবং এগুলোকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ