১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

আজ ইরফানের ‘হিন্দি মিডিয়াম’ চীনে মুক্তি পাচ্ছে

আজ ইরফান খান ও সাবা কমরের ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি চীনে মুক্তি পাচ্ছে। এটা এ বছর চীনের বাজারে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ভারতীয় ছবি। এর আগে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ চীনে বিশাল ব্যবসা করে। ‘হিন্দি মিডিয়াম’ ছবিটিকে ২০১৭ সালের অন্যতম ‘স্লিপার হিট’ বলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার ভারতের বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা তাঁর ট্যুইটে এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি লেখেন, আগামীকাল চীনের বাজারে মুক্তি পাবে স্লিপার হিট হিন্দি মিডিয়াম। লক্ষ্য কিংমিং উৎসব। অগ্রিম বুকিং বেশ ভালো। রিভিউ-ও বেশ ভালো। আশা করছি, ছবিটা খুব ভালো করবে।

hindi

উল্লেখ্য, ‘হিন্দি মিডিয়াম’ একটি কমেডি ড্রামা। এখানে দেখানো হয়েছে এক দম্পতিকে, কিভাবে তাঁরা তাঁদের সন্তানকে একটি অভিজাত ইংলিশ মিডিয়ামে ভর্তির করে। এটিই মূল কাহিনি। এর পর দারুণ মজাদার সব ঘটনা ঘটতে থাকে।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

আজ ইরফানের ‘হিন্দি মিডিয়াম’ চীনে মুক্তি পাচ্ছে

প্রকাশিত : ০৪:০০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮

আজ ইরফান খান ও সাবা কমরের ‘হিন্দি মিডিয়াম’ ছবিটি চীনে মুক্তি পাচ্ছে। এটা এ বছর চীনের বাজারে মুক্তিপ্রাপ্ত তৃতীয় ভারতীয় ছবি। এর আগে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ও সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ চীনে বিশাল ব্যবসা করে। ‘হিন্দি মিডিয়াম’ ছবিটিকে ২০১৭ সালের অন্যতম ‘স্লিপার হিট’ বলে বিবেচনা করা হয়।

মঙ্গলবার ভারতের বিখ্যাত ট্রেড অ্যানালিস্ট রমেশ বালা তাঁর ট্যুইটে এ বিষয়ে বিস্তারিত জানান। তিনি লেখেন, আগামীকাল চীনের বাজারে মুক্তি পাবে স্লিপার হিট হিন্দি মিডিয়াম। লক্ষ্য কিংমিং উৎসব। অগ্রিম বুকিং বেশ ভালো। রিভিউ-ও বেশ ভালো। আশা করছি, ছবিটা খুব ভালো করবে।

hindi

উল্লেখ্য, ‘হিন্দি মিডিয়াম’ একটি কমেডি ড্রামা। এখানে দেখানো হয়েছে এক দম্পতিকে, কিভাবে তাঁরা তাঁদের সন্তানকে একটি অভিজাত ইংলিশ মিডিয়ামে ভর্তির করে। এটিই মূল কাহিনি। এর পর দারুণ মজাদার সব ঘটনা ঘটতে থাকে।