বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের বিরুদ্ধে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় তাকে দোষী সাব্যস্ত দুই বছরের জেল দিয়েছেন। একই সাথে বাকী অভিযুক্তদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার যোধপুর আদালত এ রায় দেন।
সম্প্রতি ৫ এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করেছিলেন যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রায়কে সামনে রেখে আদালতের নির্দেশ মতো উপস্থিত ছিলেন এ মামলার অভিযুক্ত অভিনেতা সালমান খান, সাইফ আলী খান, অভিনেত্রী টাবু, সোনালী বেন্দ্রে, নীলম ও দুশ্যন্ত সিং।
১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানেরসহ অভিনয়শিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।
সালমানের বিরুদ্ধে দুইটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ছিল। এ অভিনেতার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১ ধারা এবং অন্যান্যদের বিরুদ্ধে ৫১ ও ১৪৯ ধারায় অভিযোগ দায়ের হয়েছিল।
গত ১৯ বছর ধরে চলে আসা মামলাটির চূড়ান্ত যুক্তিতর্ক শুরু হয়েছিলো ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর। চলতি বছরের ২৪ মার্চ দুই পক্ষের প্রশ্ন-উত্তর পর্ব শেষ হয়। এরপর ০৫ এপ্রিল চূড়ান্ত রায়ের তারিখ ঘোষণা করে যোধপুর আদালত। এদিন সালমান খান ও অন্য অভিযুক্তদের উপস্থিতিতে রায় দেবেন প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দেবকুমার খাতরি।
২০০৭ সালে যোধপুর জেলে কয়েকদিন ছিলেন সালমান। তারপর জামিনে মুক্ত হন তিনি। গত বছর এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন সালমান। কিন্তু এই রায়ের ওপর আবারও আপিল করা হয়। যার চূড়ান্ত রায় হয়আজ।
এদিকে, আজ চূড়ান্ত রায়ে যদি বলিউডের এই সুপারস্টার খালাস পেয়ে যান তাহলে তো তার আনন্দের সীমা থাকবে না। কিন্তু যদি এমনটি না হয় তাহলে ‘বজরঙ্গি ভাইজান’ খ্যাত এই তারকাকে ছয় বছর জেল খাটতে হতে পারে।
সম্প্রতি রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির শ্যুটিং শেষ করছেন ৫২ বছর বয়সী এই অভিনেতা। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, ডেইজি শাহ, জ্যাকলিন ফার্নান্দেজসহ প্রমুখ। এছাড়া ‘ভারত’ নামে একটি ছবির কাজও রয়েছে সালমানের হাতে।


























