ভারতের যোধপুর বিমানবন্দরে অভিনেত্রী টাবুর সঙ্গে দুর্ব্যবহারের চেষ্টা করেছে এক ব্যক্তি। বুধবার কৃষ্ণসার হরিণ হত্যা মামলার রায় ঘোষণার আগে যোধপুরে যান এই অভিনেত্রী। বিমানবন্দর থেকে বের হতেই নিরাপত্তাবলয় টপকে টাবুর কাছে চলে আসেন এক ব্যক্তি। অভিনেত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও অশালীন ব্যবহার করার চেষ্টা করেন।
এক ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হঠাৎ নিরাপত্তা টপকে একব্যক্তি টাবুর কাছাকাছি চলে যান। সেই সময় নিরাপত্তারক্ষীরা টাবুকে ঘিরে ফেলেন। টাবুর কাছে পৌঁছাতে পারেননি ওই ব্যক্তি। টাবুর সঙ্গে দুর্ব্যবহারেরও চেষ্টা করেন। অশালীন আচরণ করেন।
সম্প্রতি অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ়ের সঙ্গেও এই একই ঘটনা ঘটেছে। এর আগে জ্যাকলিনও জুড়ুয়া টু-এর সময় এমন ঘটনার মুখোমুখি হন।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সালমান খান। বেকসুর খালাস হয়েছেন টাবু সহ অন্যান্যরা। ১৯৯৮ সালে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং চলাকালীন কঙ্কনি গ্রামে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে। সেই ঘটনার সময় টাবু সেখানে ছিল বলে অভিযোগ ওঠে। এই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন সাইফ আলি খান, সোনালি বেন্দ্রে, নিলম ও দুশন্ত সিং।


























