ফ্যাশন ডিজাইনে ভূমিকা রাখায় ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন সোনিয়া সনি । ২৮ মার্চ সোমবার যমুনা ফিউচার পার্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থবারের মতো ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড-২০২১। চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, ফ্যাশন, নিত্য, উপস্থাপনা সহ মিডিয়ার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সোনিয়া সনি বলেন, যে কোন স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ব বাড়িয়ে দেয়। আমি অনুপ্রাণিত ও আনন্দিত। আমাকে সম্মাননা প্রদানের জন্য ফ্রেন্ড ভিউ স্টার অ্যাওয়ার্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ। ফ্রেন্ড ভিউ মিডিয়া ইভেন্ট এর সভাপতি রবি চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সাবেক চিফ হুইপ পটুয়াখালী ২ আসনের এমপি আ স ম ফিরোজ, ঘমুনা গ্রুপের ডিরেক্টর আলমগীর আলম।
এ ছাড়াও এবছর বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন, আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, আরেফিন শুভ, ফেরদৌস আহমেদ, সাবরিনা সুলতানা কেয়া, আমিত হাসান, নিরব, দিঘি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম, ইভান শাহারিয়ার সোহাগ, সাবরিনা পড়শী, ও পান্থ আফজাল সহ আরো অনেকে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























