১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ট্রেলারে আলতা ও বানুর গল্প

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮
  • 104

দুই বোন আলতা ও বানু। হরিহর আত্মা তারা। কিন্তু ঘটনা পরম্পরায় আলাদা হয়ে যায় দুই বোন। বানুকে খুঁজতে বের হয় আলতা। আবার কি দেখা হবে তাদের? এমন গল্পের সিনেমা ‘আলতা বানু’।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছে ইউটিউবে। এখানে উঠে এসেছে দুই বোনের জীবনের খণ্ড খণ্ড দৃশ্য। আনন্দের পাশাপাশি তাদের জড়িয়ে আছে বেদনাও। গ্রামীণ পটভূমির গল্প ছড়িয়ে পড়ে পোশাক শিল্প পর্যন্ত। সেইসব দৃশ্য পরিপূর্ণভাবে দেখা যাবে ২০ এপ্রিল। এদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলতা বানু’।

সিনেমাটি পরিচালনা করেছেন টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। প্রযোজনা করেছে প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। এরই মধ্যে কানাডার টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘আলতা বানু’।

প্রধান দুই চরিত্রে আলতা ও বানু হয়েছেন যথাক্রমে জাকিয়া বারী মম ও ফারজানা রিক্তা। তাদের বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।

ঢাকার আশপাশের লোকেশনে গত বছর জুলাই মাসে ‘আলতা বানু’র শুটিং শুরু হয়। শুটিং ও ডাবিং ছাড়া বাকি কাজ হয়েছে মাদ্রাজে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ট্রেলারে আলতা ও বানুর গল্প

প্রকাশিত : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ এপ্রিল ২০১৮

দুই বোন আলতা ও বানু। হরিহর আত্মা তারা। কিন্তু ঘটনা পরম্পরায় আলাদা হয়ে যায় দুই বোন। বানুকে খুঁজতে বের হয় আলতা। আবার কি দেখা হবে তাদের? এমন গল্পের সিনেমা ‘আলতা বানু’।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার রিলিজ হয়েছে ইউটিউবে। এখানে উঠে এসেছে দুই বোনের জীবনের খণ্ড খণ্ড দৃশ্য। আনন্দের পাশাপাশি তাদের জড়িয়ে আছে বেদনাও। গ্রামীণ পটভূমির গল্প ছড়িয়ে পড়ে পোশাক শিল্প পর্যন্ত। সেইসব দৃশ্য পরিপূর্ণভাবে দেখা যাবে ২০ এপ্রিল। এদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলতা বানু’।

সিনেমাটি পরিচালনা করেছেন টিভি নাটকের জনপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সংলাপ লিখেছেন বৃন্দাবন দাস। প্রযোজনা করেছে প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম।

কিছুদিন আগে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। এরই মধ্যে কানাডার টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে ‘আলতা বানু’।

প্রধান দুই চরিত্রে আলতা ও বানু হয়েছেন যথাক্রমে জাকিয়া বারী মম ও ফারজানা রিক্তা। তাদের বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন।

ঢাকার আশপাশের লোকেশনে গত বছর জুলাই মাসে ‘আলতা বানু’র শুটিং শুরু হয়। শুটিং ও ডাবিং ছাড়া বাকি কাজ হয়েছে মাদ্রাজে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।