০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরের ভূমিকা সর্বজনবিদিত। ছাত্রাবস্থা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নেতৃত্বে তার ক্যারিশমার যে প্রতিফলন দেখে গোটা বিশ্ব অভিভূত হয়, তার অনেকটাই গড়ে দিয়েছিল এই তিলোত্তমা শহর। সে কথা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতেও উল্লেখ করেছেন।

মাওলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে জড়িয়ে পড়া, পার্ক সার্কাসে অবাধ বিচরণ, আলিমুদ্দিনের বিভিন্ন পত্রিকার দপ্তরে রাত কাটানো, পরবর্তী সময়ে জনসমুদ্রে তার রক্তে আগুন ঝরানো ভাষণ, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে প্রতিবেশী দেশের মানুষকে ধন্যবাদ জানানো- এসব বিরল ঘটনাক্রমের সাক্ষ্য বহন করছে কলকাতা মহানগর। কলকাতা ছিল বঙ্গবন্ধুর অন্যতম প্রিয় শহর, তার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছিল এর কৃষ্টি ও সংস্কৃতি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ এই মহাজীবনের এক টুকরো তুলে ধরবেন ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রে। দীর্ঘ গবেষণার পর লেখা হয়েছে এর চিত্রনাট্য। শেখ মুজিবের স্মৃতিবিজড়িত কলকাতার মাওলানা আজাদ কলেজ ক্যাম্পাসে সোমবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শুটিং। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে এই তথ্যচিত্রের কাজ। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং তথ্যচিত্রের প্রযোজক সত্যম রায়চৌধুরী।

সম্প্রতি তথ্যচিত্রটি নির্মাণ বিষয়ে একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র সই হয় কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। তাতে সই করেন পরিচালক গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশ’র সহ-সভাপতি সত্যম রায়চৌধুরী ও কলকাতার বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস ও ফ্রেন্ডস অব বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে বহু প্রতীক্ষিত তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’।

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, এ শহরের সঙ্গে শেখ মুজিবের আত্মিক যোগ ছিল। ছাত্রাবস্থা থেকে শুরু করে চিকিৎসা, বিভিন্ন কারণে তিনি কলকাতায় দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। তার রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে শহরটি খুবই তাৎপর্যপূর্ণ, যা পরিস্ফুট হতে চলেছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রে।

পরিচালক গৌতম ঘোষ জানান, বঙ্গবন্ধুর জন্মস্থান বাংলাদেশের টুঙ্গিপাড়া থেকে ধানমন্ডির বাসভবন, লেন্সে ধরা পড়বে বাংলাদেশের একাংশও। কলকাতার অলিতেগলিতে বঙ্গবন্ধু স্মৃতি তুলে ধরার পাশাপাশি থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, সঙ্গে প্রামাণ্য নথি।

তথ্যচিত্রের সহ-প্রযোজক সত্যম রায়চৌধুরী বলেন, শতাব্দীর অন্যতম সেরা মানুষ, যার অবদান একটি দেশ, একটি ভাষাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনস্বীকার্য, সেই বঙ্গবন্ধুর ওপর নির্মিত এই তথ্যচিত্র একটি মনোজ্ঞ ও বিশেষ ডকুমেন্টারি হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রের শুটিং শুরু

প্রকাশিত : ০৮:৩৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে কলকাতা মহানগরের ভূমিকা সর্বজনবিদিত। ছাত্রাবস্থা থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নেতৃত্বে তার ক্যারিশমার যে প্রতিফলন দেখে গোটা বিশ্ব অভিভূত হয়, তার অনেকটাই গড়ে দিয়েছিল এই তিলোত্তমা শহর। সে কথা বঙ্গবন্ধু তার আত্মজীবনীতেও উল্লেখ করেছেন।

মাওলানা আজাদ কলেজে পড়া, বেকার হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে জড়িয়ে পড়া, পার্ক সার্কাসে অবাধ বিচরণ, আলিমুদ্দিনের বিভিন্ন পত্রিকার দপ্তরে রাত কাটানো, পরবর্তী সময়ে জনসমুদ্রে তার রক্তে আগুন ঝরানো ভাষণ, তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে প্রতিবেশী দেশের মানুষকে ধন্যবাদ জানানো- এসব বিরল ঘটনাক্রমের সাক্ষ্য বহন করছে কলকাতা মহানগর। কলকাতা ছিল বঙ্গবন্ধুর অন্যতম প্রিয় শহর, তার অস্তিত্বের সঙ্গে মিশে গিয়েছিল এর কৃষ্টি ও সংস্কৃতি।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ এই মহাজীবনের এক টুকরো তুলে ধরবেন ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রে। দীর্ঘ গবেষণার পর লেখা হয়েছে এর চিত্রনাট্য। শেখ মুজিবের স্মৃতিবিজড়িত কলকাতার মাওলানা আজাদ কলেজ ক্যাম্পাসে সোমবার (৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শুটিং। আগামী তিন মাসের মধ্যে শেষ হবে এই তথ্যচিত্রের কাজ। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান এবং তথ্যচিত্রের প্রযোজক সত্যম রায়চৌধুরী।

সম্প্রতি তথ্যচিত্রটি নির্মাণ বিষয়ে একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র সই হয় কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসে। তাতে সই করেন পরিচালক গৌতম ঘোষ, ফ্রেন্ডস অব বাংলাদেশ’র সহ-সভাপতি সত্যম রায়চৌধুরী ও কলকাতার বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস ও ফ্রেন্ডস অব বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে বহু প্রতীক্ষিত তথ্যচিত্র ‘কলকাতায় বঙ্গবন্ধু’।

সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান বলেন, এ শহরের সঙ্গে শেখ মুজিবের আত্মিক যোগ ছিল। ছাত্রাবস্থা থেকে শুরু করে চিকিৎসা, বিভিন্ন কারণে তিনি কলকাতায় দীর্ঘ সময় অতিবাহিত করেছেন। তার রাজনৈতিক প্রেক্ষাপটের নিরিখে শহরটি খুবই তাৎপর্যপূর্ণ, যা পরিস্ফুট হতে চলেছে ‘কলকাতায় বঙ্গবন্ধু’ তথ্যচিত্রে।

পরিচালক গৌতম ঘোষ জানান, বঙ্গবন্ধুর জন্মস্থান বাংলাদেশের টুঙ্গিপাড়া থেকে ধানমন্ডির বাসভবন, লেন্সে ধরা পড়বে বাংলাদেশের একাংশও। কলকাতার অলিতেগলিতে বঙ্গবন্ধু স্মৃতি তুলে ধরার পাশাপাশি থাকবে ভারত ও বাংলাদেশের বহু বিশিষ্টজনের সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, সঙ্গে প্রামাণ্য নথি।

তথ্যচিত্রের সহ-প্রযোজক সত্যম রায়চৌধুরী বলেন, শতাব্দীর অন্যতম সেরা মানুষ, যার অবদান একটি দেশ, একটি ভাষাকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনস্বীকার্য, সেই বঙ্গবন্ধুর ওপর নির্মিত এই তথ্যচিত্র একটি মনোজ্ঞ ও বিশেষ ডকুমেন্টারি হিসেবে আত্মপ্রকাশ করবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর