০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ বেসামরিক নাগরিক নিহত

আফগানিস্তানের হেরাত প্রদেশের সিনদান্দ জেলার একটি বাজারে বিস্ফোরণে পাঁচ বেসামরিক লোক নিহত ও ৭ জন আহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটেছে বলে হেরাত প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা সাংবাদিকদের জানান। খবর সিনহুয়া’র।

পুলিশ কর্মকর্তা বলেন, সরকার বিরোধী কোনো একটি জঙ্গি গ্রুপ বাইসাইকেলে করে বিস্ফোরক ডিভাইস বাজারের ভেতর বহন করে আনে। পরে তারা এটির বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রুপ ঘটনার দায় স্বীকার করেনি।

ট্যাগ :
জনপ্রিয়

আফগানিস্তানে বিস্ফোরণে ৫ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত : ০৯:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮

আফগানিস্তানের হেরাত প্রদেশের সিনদান্দ জেলার একটি বাজারে বিস্ফোরণে পাঁচ বেসামরিক লোক নিহত ও ৭ জন আহত হয়েছে। সোমবার এই ঘটনা ঘটেছে বলে হেরাত প্রদেশ পুলিশের মুখপাত্র আবদুল আহাদ ওয়ালিজাদা সাংবাদিকদের জানান। খবর সিনহুয়া’র।

পুলিশ কর্মকর্তা বলেন, সরকার বিরোধী কোনো একটি জঙ্গি গ্রুপ বাইসাইকেলে করে বিস্ফোরক ডিভাইস বাজারের ভেতর বহন করে আনে। পরে তারা এটির বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হন। তাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রুপ ঘটনার দায় স্বীকার করেনি।