সারা বাংলাদেশে ৪১ টি সিনেমা হলে শুক্রবার, ১৭ জুন, মুক্তি পাচ্ছে ‘অমানুষ’ ছবি। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ এর চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক নিরব। এছাড়া্ও অভিনয় করেছেন অভিনেত্রী মিথিলা, ডন, মিশা সওদাগর নওশাবা, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।
নীরব বলেন, রোদে পুড়ে আমরা যে অভিনয় করি এর সফলতা তখন যখন মানুষ হলে এসে সিনেমাটি দেখে। এই সিনেমায় আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। সবাই আমাদের ছবিটি অবশ্যই হলে গিয়ে দেখবেন। গতকাল বুধবার এফডিসিতে হয়ে গেলো এই ছবির সংবাদ সম্মেলন। সেখানে নিরব এই কথা বলেন।
সিনেমাটির পরিচালক অনন্য মামুন বলেন, ‘আমরা চাই দর্শক বাংলাদেশের ছবি দেখতে আবার সিনেমা হলে ফিরে আসুক। সম্পুর্ণ নতুন করে সিনেমা হল গুলো আবার আগের মত দর্শক হবে’।
মিথিলা বলেন, ‘অমানুষ’ আমার জীবনের ২য় ছবি। অনেক সুন্দর একটা ছবি। হলে এসে আপনারা সবাই এই অমানুষ ছবি দেখবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ