নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ভিতরে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুন) সকাল ১১টায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেডের ভেতরে একটি নির্মাণ কাজের পাইলিং করার সময় নীচে থাকা গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। পরে সেখানে স্পার্ক হয়ে আগুন জ্বলে। এসময় গ্যাস লাইনের আগুন শিখা দ্রুত উপরের দিকে উঠতে থাকে। সেখানে থাকা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দ্রুত ইপিজেড এলাকা ত্যাগ করেন। তবে গণমাধ্যম কর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়া হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের হাজীগঞ্জ, মন্ডলপাড়া নারায়ণগঞ্জ সহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর আড়াইটা নাগাদ আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















