০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

রোমার কাছে হারায় কোচের উপর খেপেছেন মেসি?

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে হারার পর লিওনেল মেসি এবং জেরার্ড পিকে কোচের উপর রাগ ঝেড়েছেন বলে খবর চাউর হয়েছে । একটি স্প্যানিশ টিভির দাবি, বার্সার এই দুই খেলোয়াড় সামনের মৌসুমে ভালভার্দকে কোচ হিসেবে দেখতে নারাজ।

রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে যায় বার্সা। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪ হলেও অ্যাওয়ে গোলে রোমা এগিয়ে থাকায় সেমিতে চলে যায়।

স্প্যানিশ টিভি শো ইআই চিরিনগুইতো দাবি করছে, ম্যাচটিতে ভালভার্দের কৌশল নিয়ে মেসি ক্ষিপ্ত হন। পরে সাজঘরে ফিরলে পিকেও মেসির সঙ্গে যোগ দেন।

বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সা বস ভালভার্দে। তার দাবি, মেসি এবং পিকের সঙ্গে কিছুই হয়নি।

‘মেসি এবং পিকের ব্যাপারে আমার কিছুই বলার নেই। ম্যাচের পর তারা আমাকে কিছু জিজ্ঞেসও করেনি। দল ঠিকই আছে। ’

ট্যাগ :
জনপ্রিয়

রোমার কাছে হারায় কোচের উপর খেপেছেন মেসি?

প্রকাশিত : ০৯:৩৪:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে রোমার বিপক্ষে হারার পর লিওনেল মেসি এবং জেরার্ড পিকে কোচের উপর রাগ ঝেড়েছেন বলে খবর চাউর হয়েছে । একটি স্প্যানিশ টিভির দাবি, বার্সার এই দুই খেলোয়াড় সামনের মৌসুমে ভালভার্দকে কোচ হিসেবে দেখতে নারাজ।

রোমার বিপক্ষে প্রথম লেগে ৪-১ ব্যবধানে জয়ের পর দ্বিতীয় লেগে ৩-০ গোলে হেরে যায় বার্সা। দুই লেগ মিলিয়ে ব্যবধান ৪-৪ হলেও অ্যাওয়ে গোলে রোমা এগিয়ে থাকায় সেমিতে চলে যায়।

স্প্যানিশ টিভি শো ইআই চিরিনগুইতো দাবি করছে, ম্যাচটিতে ভালভার্দের কৌশল নিয়ে মেসি ক্ষিপ্ত হন। পরে সাজঘরে ফিরলে পিকেও মেসির সঙ্গে যোগ দেন।

বিষয়টি নিয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বার্সা বস ভালভার্দে। তার দাবি, মেসি এবং পিকের সঙ্গে কিছুই হয়নি।

‘মেসি এবং পিকের ব্যাপারে আমার কিছুই বলার নেই। ম্যাচের পর তারা আমাকে কিছু জিজ্ঞেসও করেনি। দল ঠিকই আছে। ’