০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

লতা মঙ্গেশকর- এর গানে নীলু আহসান

এ বছরের ৬ ফেব্রুয়ারি প্রয়াত উপমহাদেশ তথা বিশ্বসংগীত দরবারের বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকরের গানে কন্ঠ দিলেন দেশের জনপ্রিয় শিল্পী নীলু আহসান। লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান কথা ও সুরঠিক রেখে গেয়েছেন এই কন্ঠশিল্পী।
কন্ঠশিল্পী নীলু আহসান বলেন, “আমি ছোটবেলা থেকেই লতাজীর গান গেয়ে গেয়ে বড় হয়েছি এবং কন্ঠ ও হৃদয়ে তাঁর গানগুলো ধারণ করার চেষ্টা করেছি।” এই শিল্পী আরও বলেন, আমি তার একজনবড় ভক্ত। তিনি আমার আইকন। এখনো আমার বিশ্বাস হয় না যে উনি এই পৃথিবীতে আর নেই। তবে, লতাজী তাঁর গানের মাধ্যমে লাখো কোটি মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর একটি ইতিহাস। তাঁর যে গানের ভান্ডার তাতে তিনি একটি সঙ্গীত প্রতিষ্ঠান। সঙ্গীত ভ‚বনের একটি আদর্শ। অনেক বিশেষণেই তাঁকে বিশেষিত করা যায়। তবে তাঁর জন্য আমার মতে মানানসই বিশেষণ হচ্ছে-তিনি একজন খাঁটি সঙ্গীতের মানুষ। যিনি সারাজীবন কেবল গানকে ভালোবেসে কোটি কোটি মানুষকে তাঁর সুরের মুর্ছনায় বিমোহিত করে রেখেছেন।
নীলু আহসানের বাংলা ও হিন্দিসহ প্রায় ২৮৮টি গান ভিডিও আকারে ইউটিউব এ প্রকাশ পেয়েছে। কিছু গানের মডেল হয়েছেন তার স্বামী নাজমুল আহসান। শিল্পীর অধিকাংশ গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। প্রতিটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিনিয়া রুমি।
উল্লেখ্য, নীলু আহসানের আরও অন্তত ৫৫টি গান ইউটিউবে মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

মুরাদনগরের সাবেক ৫বারের এমপি কায়কোবাদের অপেক্ষায় নেতাকর্মী ও সাধারণ মানুষ

লতা মঙ্গেশকর- এর গানে নীলু আহসান

প্রকাশিত : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২

এ বছরের ৬ ফেব্রুয়ারি প্রয়াত উপমহাদেশ তথা বিশ্বসংগীত দরবারের বরেণ্য শিল্পী লতা মঙ্গেশকরের গানে কন্ঠ দিলেন দেশের জনপ্রিয় শিল্পী নীলু আহসান। লতা মঙ্গেশকরের গাওয়া জনপ্রিয় কয়েকটি গান কথা ও সুরঠিক রেখে গেয়েছেন এই কন্ঠশিল্পী।
কন্ঠশিল্পী নীলু আহসান বলেন, “আমি ছোটবেলা থেকেই লতাজীর গান গেয়ে গেয়ে বড় হয়েছি এবং কন্ঠ ও হৃদয়ে তাঁর গানগুলো ধারণ করার চেষ্টা করেছি।” এই শিল্পী আরও বলেন, আমি তার একজনবড় ভক্ত। তিনি আমার আইকন। এখনো আমার বিশ্বাস হয় না যে উনি এই পৃথিবীতে আর নেই। তবে, লতাজী তাঁর গানের মাধ্যমে লাখো কোটি মানুষের অন্তরে চিরদিন বেঁচে থাকবেন।
তিনি আরও বলেন, লতা মঙ্গেশকর একটি ইতিহাস। তাঁর যে গানের ভান্ডার তাতে তিনি একটি সঙ্গীত প্রতিষ্ঠান। সঙ্গীত ভ‚বনের একটি আদর্শ। অনেক বিশেষণেই তাঁকে বিশেষিত করা যায়। তবে তাঁর জন্য আমার মতে মানানসই বিশেষণ হচ্ছে-তিনি একজন খাঁটি সঙ্গীতের মানুষ। যিনি সারাজীবন কেবল গানকে ভালোবেসে কোটি কোটি মানুষকে তাঁর সুরের মুর্ছনায় বিমোহিত করে রেখেছেন।
নীলু আহসানের বাংলা ও হিন্দিসহ প্রায় ২৮৮টি গান ভিডিও আকারে ইউটিউব এ প্রকাশ পেয়েছে। কিছু গানের মডেল হয়েছেন তার স্বামী নাজমুল আহসান। শিল্পীর অধিকাংশ গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ ফরিদ। প্রতিটি গানের মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জিনিয়া রুমি।
উল্লেখ্য, নীলু আহসানের আরও অন্তত ৫৫টি গান ইউটিউবে মুক্তির অপেক্ষায় রয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ