০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ছবির ছোট্ট মেয়েটি এখন সালমানের নায়িকা

শ্রীলঙ্কা থেকে উড়ে এসে বলিউডে জায়গা করে নেন ‘আলাদিন’ সিনেমায়। প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে সঙ্গে পান রীতেশ দেশমুখ ও অমিতাভ বচ্চনকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

একে একে বলিউডের প্রথম সারির অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন। সালমান খানের ‘গুডউইলে’ রয়েছেন তিনি। ‘কিক’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর নতুন সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন তিনি। এতে মেয়েটিকে ঐতিহ্যবাহী শাড়িতে দেখা যায়। সেদিনের এই ছোট্ট মেয়েটিই আজ বলিউডের হার্টথ্রুব অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

শ্রীলঙ্কার সিংহলি জাতির নববর্ষ উপলক্ষে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন জ্যাকলিন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘সবাইকে সিংহলির নতুন বছরের শুভেচ্ছা।

ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ছয় লাখ ১১ হাজারেরও বেশি ব্যবহারকারী লাইক দেন এতে। আর এ সময়ের মধ্যে ছবিটিতে মন্তব্য করেন চার হাজার ৭০০ জন। ভক্তদের ভাষ্য, ‘জ্যাকলিনের হাসি আগের মতোই আছে।’

এই মুহূর্তে জ্যাকলিন ব্যস্ত আছেন ‘রেস ৩’ সিনেমা নিয়ে। একই সিনেমায় অভিনয় করছেন সালমান খান। আবুধাবির শুটিং শেষ করে এই মুহূর্তে মুম্বাইয়ে শুটিং করছেন জ্যাকলিন।

সালমান তার কৃষ্ণসার মামলার কারণে দেশের বাইরে যেতে পারবেন না বলেই সিনেমার শেষভাগের শুটিং মুম্বাইয়ে করতে হচ্ছে। আসন্ন ঈদে মুক্তি পাবে ‘রেস ৩’। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ডেইজি শাহ এবং ববি দেওল। সূত্র: এনডিটিভি

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ছবির ছোট্ট মেয়েটি এখন সালমানের নায়িকা

প্রকাশিত : ০৯:৫৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮

শ্রীলঙ্কা থেকে উড়ে এসে বলিউডে জায়গা করে নেন ‘আলাদিন’ সিনেমায়। প্রথম সিনেমায় সহশিল্পী হিসেবে সঙ্গে পান রীতেশ দেশমুখ ও অমিতাভ বচ্চনকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

একে একে বলিউডের প্রথম সারির অভিনেতার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছেন। সালমান খানের ‘গুডউইলে’ রয়েছেন তিনি। ‘কিক’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর নতুন সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় এই নায়িকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার ছবি পোস্ট করেন তিনি। এতে মেয়েটিকে ঐতিহ্যবাহী শাড়িতে দেখা যায়। সেদিনের এই ছোট্ট মেয়েটিই আজ বলিউডের হার্টথ্রুব অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ।

শ্রীলঙ্কার সিংহলি জাতির নববর্ষ উপলক্ষে ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেন জ্যাকলিন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘সবাইকে সিংহলির নতুন বছরের শুভেচ্ছা।

ছবিটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। মাত্র দুই ঘণ্টার মধ্যেই ছয় লাখ ১১ হাজারেরও বেশি ব্যবহারকারী লাইক দেন এতে। আর এ সময়ের মধ্যে ছবিটিতে মন্তব্য করেন চার হাজার ৭০০ জন। ভক্তদের ভাষ্য, ‘জ্যাকলিনের হাসি আগের মতোই আছে।’

এই মুহূর্তে জ্যাকলিন ব্যস্ত আছেন ‘রেস ৩’ সিনেমা নিয়ে। একই সিনেমায় অভিনয় করছেন সালমান খান। আবুধাবির শুটিং শেষ করে এই মুহূর্তে মুম্বাইয়ে শুটিং করছেন জ্যাকলিন।

সালমান তার কৃষ্ণসার মামলার কারণে দেশের বাইরে যেতে পারবেন না বলেই সিনেমার শেষভাগের শুটিং মুম্বাইয়ে করতে হচ্ছে। আসন্ন ঈদে মুক্তি পাবে ‘রেস ৩’। এতে আরও অভিনয় করেছেন অনিল কাপুর, ডেইজি শাহ এবং ববি দেওল। সূত্র: এনডিটিভি