১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পবিত্র ওরস শরীফ শুরু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার দরবার-ই-আলীয়া জাহাঁগীরিয়া মির্জাখীল দরবার শরীফের পবিত্র ওরস শরীফ শুরু হবে আজ ১৫ই জুলাই থেকে। গউসে জামান কুতুবে দেওয়ান সুলতানুল আরেফীন বুরহানুল আশেকীন মাহবুবে রাব্বুল মাশরিকাইন সৈয়্যদুল আউলিয়া ফানা-ফী-জাতিল হাই হজরত মৌলানা ওয়া মুর্শিদুনা শাহ সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই ব-মোলক্কবে গায়ব ফখরুল আরেফীন (ক:) মারূফ-ব শাহ জাহাঁগীর এর ১০৪ তম পবিত্র ওরস শরীফ উপলক্ষ্যে এবার চারদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর চতুর্থ তাজুল আরেফিন সৈয়দ মাওলানা মুহাম্মদ আরেফুল হাই (ক:) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জানশীন হজরত শাহ জাঁহাগীর পঞ্চম ইমামুল আরেফীন ড. সৈয়দ মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান (ক:) এর সুনিপুন পরিচালনায় অনুষ্ঠিত হবে। আজ ১৫ই জুলাই ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ই জুলাই পর্যন্ত ওরস শরীফ অনুষ্ঠিত হবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে।

প্রায় দুইশ বছর আগে সাতকানিয়ার মির্জাখীল গ্রামে হজরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরি (র:) এই মাজারের প্রতিষ্ঠা করেন। হজরত এই অঞ্চলে হানাফি মাজহাবের প্রবর্তক।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে সাতকানিয়া ডলুব্রিজ পৌঁছে সেখান থেকে আবার অটোরিকশা নিয়ে মির্জাখীল দরবার শরীফ যেতে পারবেন সহজেই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

সাতকানিয়া মির্জাখীল দরবার শরীফের পবিত্র ওরস শরীফ শুরু

প্রকাশিত : ০৪:১৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার দরবার-ই-আলীয়া জাহাঁগীরিয়া মির্জাখীল দরবার শরীফের পবিত্র ওরস শরীফ শুরু হবে আজ ১৫ই জুলাই থেকে। গউসে জামান কুতুবে দেওয়ান সুলতানুল আরেফীন বুরহানুল আশেকীন মাহবুবে রাব্বুল মাশরিকাইন সৈয়্যদুল আউলিয়া ফানা-ফী-জাতিল হাই হজরত মৌলানা ওয়া মুর্শিদুনা শাহ সৈয়দ মোহাম্মদ আব্দুল হাই ব-মোলক্কবে গায়ব ফখরুল আরেফীন (ক:) মারূফ-ব শাহ জাহাঁগীর এর ১০৪ তম পবিত্র ওরস শরীফ উপলক্ষ্যে এবার চারদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষ্যে মির্জাখীল দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর চতুর্থ তাজুল আরেফিন সৈয়দ মাওলানা মুহাম্মদ আরেফুল হাই (ক:) এর সার্বিক তত্ত্বাবধানে এবং জানশীন হজরত শাহ জাঁহাগীর পঞ্চম ইমামুল আরেফীন ড. সৈয়দ মাওলানা মুহাম্মদ মকসুদুর রহমান (ক:) এর সুনিপুন পরিচালনায় অনুষ্ঠিত হবে। আজ ১৫ই জুলাই ওরশ শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ১৮ই জুলাই পর্যন্ত ওরস শরীফ অনুষ্ঠিত হবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে।

প্রায় দুইশ বছর আগে সাতকানিয়ার মির্জাখীল গ্রামে হজরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগিরি (র:) এই মাজারের প্রতিষ্ঠা করেন। হজরত এই অঞ্চলে হানাফি মাজহাবের প্রবর্তক।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে সাতকানিয়া ডলুব্রিজ পৌঁছে সেখান থেকে আবার অটোরিকশা নিয়ে মির্জাখীল দরবার শরীফ যেতে পারবেন সহজেই।
বিজনেস বাংলাদেশ/বিএইচ