০৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বান্দরবানে জুমচাষি‌কে গলা ‌কে‌টে হত্যা

বান্দরবা‌নের জামছ‌ড়িতে এক জুমচাষি‌কে গলা ‌কে‌টে হত্যা করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দি‌কে জামছ‌ড়ি ইউনিয়‌নের বাঘমারা হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহ‌ত জুমচাষির নাম সুইচিং মং মারমা (৪০)। তিনি জামছ‌ড়ি এলাকার মৃত খিদু মারমার ছে‌লে। স্থানীয়রা জানান, রাত ২টার সময় বান্দরবান সদর উপজেলার ৬নং জামছড়ির বাঘমারা হেডম্যান পাড়ায় সুইচিং মং মারমার বা‌ড়ি‌তে মুখোশ পরা তিন ব্যক্তি‌ ঢু‌কে তাকে গলা ‌কে‌টে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যায়। কারা তা‌কে হত্যা ক‌রে‌ছে এখ‌নও জানা যায়‌নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘আমরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এসে লাশ উদ্ধার ক‌রেছি। ত‌বে এখ‌নও হত্যার কারণ জান‌তে পা‌রি‌নি। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

বান্দরবানে জুমচাষি‌কে গলা ‌কে‌টে হত্যা

প্রকাশিত : ০৪:২৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২

বান্দরবা‌নের জামছ‌ড়িতে এক জুমচাষি‌কে গলা ‌কে‌টে হত্যা করা হ‌য়ে‌ছে। শুক্রবার (১৫ জুলাই) দিবাগত রাত ২টার দি‌কে জামছ‌ড়ি ইউনিয়‌নের বাঘমারা হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘ‌টে।

নিহ‌ত জুমচাষির নাম সুইচিং মং মারমা (৪০)। তিনি জামছ‌ড়ি এলাকার মৃত খিদু মারমার ছে‌লে। স্থানীয়রা জানান, রাত ২টার সময় বান্দরবান সদর উপজেলার ৬নং জামছড়ির বাঘমারা হেডম্যান পাড়ায় সুইচিং মং মারমার বা‌ড়ি‌তে মুখোশ পরা তিন ব্যক্তি‌ ঢু‌কে তাকে গলা ‌কে‌টে হত্যা ক‌রে পা‌লি‌য়ে যায়। কারা তা‌কে হত্যা ক‌রে‌ছে এখ‌নও জানা যায়‌নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র‌ফিকুল ইসলাম ব‌লেন, ‘আমরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে এসে লাশ উদ্ধার ক‌রেছি। ত‌বে এখ‌নও হত্যার কারণ জান‌তে পা‌রি‌নি। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ