চলতি এপ্রিল মাসের ১৫ তারিখ পর্যন্ত শেয়ারবাজারে নতুন করে ২ হাজার বিনিয়োগকারী বেড়েছে। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এপ্রিল মাসের ১৫ দিনে শেয়ারবাজারে বিনিয়োগকারী ২ হাজার ২৭২ জন বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৭৯ হাজার ৬০৬ জনে। মার্চ মাসের শেষ দিন বিনিয়োগকারী ছিল ২৭ লাখ ৭৭ হাজার ৩৩৪ জন।
পুরুষ বিও বিনিয়োগকারী ১ হাজার ৯০৪ জন বেড়েছে। অর্থাৎ এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত পুরুষ বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২০ লাখ ৩১ হাজার ৬৮ জনে। যা মার্চের শেষ দিন ছিল ২০ লাখ ২৯ হাজার ১৬৪ জনে।
এপ্রিলের ১৫ তারিখ পর্যন্ত নারী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ৭ লাখ ৩৬ হাজার ৪২৪ জনে। যা মার্চের শেষ দিন ছিল ৭ লাখ ৩৬ হাজার ১০৭ জনে। অর্থাৎ এ সময়ে নারী বিনিয়োগকারী বেড়েছে ৩১৭ জন। চলতি মাসের ১৫ দিন কোম্পানি বিও বেড়েছে ৫১টি।
এপ্রিলের ১৫ দিনে দেশে অবস্থানকারী বিনিয়োগকারী দাঁড়িয়েছে ২৬ লাখ ৪ হাজার ৬৪৪ জনে। যা মার্চ মাসের শেষ দিন ছিল ২৬ লাখ ২ হাজার ৬৯৯ জন। অর্থাৎ পনের দিনে দেশি বিনিয়োগকারী বেড়েছে ১ হাজার ৯৪৫ জন। আর এ সময়ে বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারী ২৭৬ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৮৪৮ জনে। মার্চ মাসের শেষ দিন বিদেশে অবস্থানকারী বিনিয়োগকারী ছিল ১ লাখ ৬২ হাজার ৫৭২ জন।

























