চলতি বছরের ২৪ জুন সংসদ গঠন এবং প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার তিনি এ ধরনের ঘোষণা দেন।
এতে করে প্রায় দেড় বছর আগে দেশটিতে নির্বাচন হবে। ২০১৯ সালের নভেম্বরে সেখানে নির্বাচনের কথা ছিল।
তবে এরদোয়ানের ঘোষণার পরেও দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করতে হবে। এদিকে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন এরদোয়ান।
ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির (এমএইচপি) প্রধান দেভলেট বাচেলির সঙ্গে আলাপের এ ধরনের ঘোষণা দেন তিনি।

























