দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন বাংলাদেশী ৫৩ কর্মী।
মঙ্গলবার (৯ আগস্ট) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছে তাদের বহনকারী এয়ার এশিয়ার ফ্লাইটটি। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো: গোলাম সারোয়ার।
প্রসঙ্গত, ২০১৮ সালের আগস্টে বাংলাদেশী কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা আসে দেশটির পক্ষ থেকে। দীর্ঘ আলোচনা-যোগাযোগের পর গত বছরের ১৯ ডিসেম্বর দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা সই হয়। পরে গত জুন মাসে ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে শ্রমবাজার খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। একই সাথে জুনের মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে ঘোষণা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। কিন্তু দীর্ঘসূত্রতা কিছুতেই পিছু ছাড়ছিল না মালয়েশিয়ার শ্রমবাজারের। সব দীর্ঘসূত্রতা কাটিয়ে অবশেষে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশী কর্মীরা।























