০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

২৫তম কমনওয়েলথ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

  • নিউজ ডেস্ক
  • প্রকাশিত : ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮
  • 104

লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের দুই দিনব্যাপী ২৫তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বৈঠকে ৫৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- সাধারণ ভবিষ্যতের দিকে (টুয়ার্ডস কমন ফিউটার)। এতে বিশেষ মনোযোগ থাকবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য উন্নতি, নিরাপত্তা, ন্যায্যতা ও স্থায়িত্ব অর্জনে।

জানা গেছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রিন্স চার্লস। এরপর বক্তব্য রাখেন সম্মেলনের যৌথ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

এ ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্টকল্যান্ড।

উল্লেখ্য, এই সম্মেলন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা, ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধান যোগ দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

২৫তম কমনওয়েলথ সম্মেলন শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের দুই দিনব্যাপী ২৫তম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বৈঠকে ৫৩টি দেশের সরকার প্রধানের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে- সাধারণ ভবিষ্যতের দিকে (টুয়ার্ডস কমন ফিউটার)। এতে বিশেষ মনোযোগ থাকবে কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য উন্নতি, নিরাপত্তা, ন্যায্যতা ও স্থায়িত্ব অর্জনে।

জানা গেছে, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রানীর বাসভবন বাকিংহাম প্যালেসে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

সম্মেলনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রিন্স চার্লস। এরপর বক্তব্য রাখেন সম্মেলনের যৌথ আয়োজক দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে।

এ ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্টকল্যান্ড।

উল্লেখ্য, এই সম্মেলন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও অষ্ট্রেলিয়া, কানাডা, ভারতের প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতিসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্র প্রধান যোগ দিয়েছেন।