বলিউড অভিনেতা রণবীর কাপুর ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন রীতিমতো আগুন জ্বালিয়েছেন। ভারতের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রার ডিজাইন করা পোশাকে একটি ফ্যাশন শো’র র্যাম্পে উঠে দর্শকদের তাক লাগিয়ে দিলেন তারা।
বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের একটি বিখ্যাত হোটেলে এ ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়।
ফ্যাশন শোতে রণবীর পরেছিলেন এমব্রয়েডারি করা শেরওয়ানি আর দীপিকার পরণে ছিল জমকালো লেহেঙ্গা। শাবান আজমি ছাড়াও বলিউডের অনেকেই এই ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।


























