আগের সপ্তাহ পতন হলেও বিদায়ী সপ্তাহে দেশের উভয় শেয়ারবাজার উত্থানে শেষ হয়েছে। সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। লেনদেনে অংশ নেয়া উভয় শেয়ারবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। আর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৫৭৪ কোটি ৫৯ লাখ ৪১ হাজার ৫০ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৫৩২ কোটি ৫৭ লাখ ৯ হাজার ৮৬৯ টাকা বা ১৭.১৪ শতাংশ কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ১০৭ কোটি ১৬ লাখ ৫০ হাজার ৯১৯ টাকার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৯১২ টাকা। যা আগের সপ্তাহ থেকে ৫৮ কোটি ৮১ লাখ ৫৮ হাজার ৩৩ টাকা বা ৩৩ শতাংশ বেশি। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১৭৬ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৭৯ টাকার।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৩৩ পয়েন্ট বা ০.৫২ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৭.৩৮ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ এবং শরিয়াহ সূচক ১২.৭৬ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২২০৪ ও ১৩৬৫ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট বা ০.৪১ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৮ হাজার ৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ১৩ পয়েন্ট ১ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বা ০.১৬ শতাংশ, সিএসসিএক্স ৪৮ পয়েন্ট বা ০.৪৪ শতাংশ এবং সিএসআই ১১ পয়েন্ট বা ০.৯১ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৬৮, ১৬৪৬৭, ১০৮৮৫ ও ১২২৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৮৪টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ২৮টির। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, শেয়ার দর কমেছে ১৬৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২২টির।

























