এক সময়কার বলিউড অভিনেত্রী ছিলেন ববিতা কাপুর। তার কন্যা কারিশমা কাপুর ও কারিনা কাপুর, দুজনই ভারতের জনপ্রিয় অভিনেত্রী। ১৯ মার্চ ছিল ববিতা কাপুরের জন্মদিন। মায়ের জন্মদিনকে উদযাপন করেতে সেদিন ছুটে আসতে দেখা যায় কারিশমা-কারিনা দুবোনকে। তবে এটি ববিতা কাপুরের কত তম জন্মদিন তা জানা যায়নি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ববিতা কাপুরের জন্মদিন উপলক্ষ্যে ভারতের মুম্বাইতে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেই আয়োজনে কারিশমা কাপুর হাজির হন তার কন্যা সামাইরা ও পুত্র কিয়ানকে নিয়ে। এদিকে কারিনা কাপুর হাজির হয়েছেন তার অভিনেতা স্বামী সাইফ আলি খানকে নিয়ে। তবে সেদিন তিনি তার পুত্র তৈমুরকে সঙ্গে নিয়ে আসেননি।
নাতি-নাতনি, কন্যা ও কাপুর পরিবারের সদস্যদের নিয়ে বেশ আনন্দের সঙ্গে নিজের জন্মদিন পালন করেতে দেখা যায় ববিতা কাপুরকে। সেদিন তিনি কালো প্যান্ট, কালো টপস আর গলায় পরেছেন সাদা নেকলেস। কারিনাকে দেখা গেছে কালো ও নীল রঙের একটি সাদামাটা জামা পরতে। খয়েরি রঙের পাঞ্জাবির সঙ্গে সাদা পায়জামা পরে এসেছিলেন সাইফ আলি খান।
নানির জন্মদিনে কারিশমার কন্যা সামাইরা ফুলের নকশা করা জামা আর কারিশমা পরেন সাদা রঙের পোশাক।


























