ইয়েলো মেহরা নামের এক নারীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড তারকা আরবাজ খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আরবাজ আর মেহরার কর্মকাণ্ডগুলো সেদিকেই ইঙ্গিত করে বলে মনে করেন আরবাজের ভক্তরা।
মেহরা নামের সেই নারী বলিউড অঙ্গনের কেউ নন। তবে তার ইনস্টাগ্রামে প্রকাশ করা খোলামেলা ছবিগুলো দেখলে মনে হবে, তিনি বুঝি বলিউডের অভিনেত্রীদেরও হার মানিয়েছেন।
টাইমস নাউ নিউজের প্রতিবেদনে জানানো হয়, বলিউড তারকা আরবাজ খান ওই নারীর সঙ্গে তার প্রেম রয়েছে কথাটি অস্বীকার করেন। কিন্তু ইনস্টাগ্রামে প্রকাশ পাওয়া মেহরার ও আরবাজের ছবি নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকেই। মেহরার সম্পর্কে আরবাজ খান বলেন, ‘মেহরা আমার স্রেফ বন্ধু। এ ছাড়া আর কিছু নয়।’
প্রতিবেদনটিতে আরও জানানো হয়, ভারতের গোয়ার সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে মেহরার সঙ্গে পরিচয় হয় আরবাজ খানের। এরই মধ্যে এই অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গেও তার ভালো সখ্য গড়ে উঠেছে। মেহরা পেশায় একজন রন্ধনশিল্পী। গোয়াতে তার একটি রেস্তোরাঁও রয়েছে।


























