খুলনার পাইকগাছায় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার নুনিয়াপাড়া পূজা উদযাপন পরিষদের আয়োজনে ৪ দিনব্যাপি উৎসবের শেষ দিনে খালিয়া খালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী লাল, সবুজ ও হলুদ দলের হাতে ফ্রিজ, মনিটার পুরস্কার তুলেদেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (পাইকগাছা-কয়রা) ডি সার্কেল এএসপি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনাদানা ইউপি চেয়ারম্যান আ. মান্নান গাজী, এসআই মোশারেফ হোসেন, হাফিজ। আয়োজক কমিটির সভাপতি রামপ্রসাদ বাছাড়ের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পবিত্র কুমার মন্ডলের সঞ্চাালনায় পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা সুভাষ রায়, আ.লীগ নেতা দিলীপ ঢালী, সাবেক ইউপি সদস্য পরিতোষ মন্ডল, অধীর মন্ডল, কালীপদ মন্ডল, রামপ্রসাদ মন্ডল, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, আব্দুল্লাহ আল মামুন, শেখর ঢালী, রাজিব মন্ডল, বিশ্বনাথ মন্ডল ও গোলক মন্ডল প্রমুখ। উল্লেখ্য শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব উপলক্ষে বিগত ২৬ বছর ধরে পূজাপার্বন, নামযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে।
বিজনেস বাংলাদেশ/হাবিব




















