শুধু অর্থনীতি নয়, সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে দেশ উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নিউট্রিশন অলিম্পিয়ার্ড ২০১৮: সুস্থ জাতি গঠনে তরুণদের পুষ্টি ও ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা কিছুদিন আগে কুড়িগ্রামে পুষ্টি চাল বিতরণ শুরু করেছিলাম। ক্রমান্বয়ে সমস্ত বাংলাদেশে পঞ্চাশ লাখ পরিবারে আমরা এই পুষ্টি চাল দেবো। জাতিসংঘের ফুড প্রোগ্রাম কর্মসূচি- আমাদের সহায়তা করছে।
তিনি আরো বলেন, পঞ্চাশ লাখ পরিবারকে দশ টাকা কেজি দরে যে চাল দেয়া হচ্ছে এতে প্রায় আড়াই কোটি মানুষ এই চাল পাচ্ছে। সেখানে আমরা পুষ্টি চাল যোগ করছি।























