০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

খুলনার একা‌ধিক হত‌্যা মামলার আসা‌মি উধাঁও:প‌রিবারের দা‌বি তুলে নিয়েছে সিআই‌ডি

খুলনার ‌মেহেদী ওরফে কানা মেহেদী (৪০) কে সিআই‌ডি প‌রিচয়ে সাদা পোশাকে তুলে নেয়া হয়েছে বলে তার স্বজনরা দা‌বি করেছেন।
বুধবার (২৪আগস্ট ) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানা‌ধিন বাইপাস রোড থে‌কে তাকে তুলে নেয়া হয়। এসময় তার সাথে থাকা মোটারসাইকেল নিয়ে যাওয়া হয়েছে।
সিআই‌ডি’র খুলনা মেট্রো শাখার এসএস‌পি জিয়া উ‌দ্দিন আহমেদ এঘটনার বিষয়ে অবগত নন বলে জা‌নিয়েছেন।
তবে ঢাকার সিআই‌ডি তাকে আটক করেছে কিনা সে‌টি নি‌শ্চিত করে বলতে পারছেন না বলেও জানান তি‌নি।
মেহেদী ওরফে কানা মেহেদী খুলনা মহানগরীর খা‌লিশপুর থানাধিন বঙ্গবাসী এলাকার মৃত মান্নানের ‌ছেলে। তার বিরুদ্ধে তিন‌টি হত‌্যা মামলাসহ একা‌ধিক মামলার আসা‌মি বলে প্রাথ‌মিকভাবে জানা গেছে।
২৫ আগস্ট সকালে মেহেদীর স্ত্রী ব‌বি বেগম জানান, সন্ধ‌্যা ৭টার দিকে তাকে সিআই‌ডি’র কো‌টি প‌রি‌হিত লোকজন তুলে নিয়েছে বলে ঘটনাস্থলে গিয়ে জানতে পা‌রি। এরপর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছে না।
প্রতক্ষ‌্যদর্শীরা জানান, বুধবার (২৪আগস্ট ) সন্ধ‌্যা ৭টার দিকে আড়ংঘাটা থানা‌ধিন বাইপাস রোড থেকে সিআই‌ডি’র কো‌টি প‌রি‌হিত ৬/৭জন ব‌্যক্তি তাকে মোটরসাই‌কেলসহ নিয়ে যান। খবর পেয়ে তার স্বজনরা সিআই‌ডি’র খুলনা কার্যালয়ে গিয়ে তার খোজ পায়‌নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

খুলনার একা‌ধিক হত‌্যা মামলার আসা‌মি উধাঁও:প‌রিবারের দা‌বি তুলে নিয়েছে সিআই‌ডি

প্রকাশিত : ০৩:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২

খুলনার ‌মেহেদী ওরফে কানা মেহেদী (৪০) কে সিআই‌ডি প‌রিচয়ে সাদা পোশাকে তুলে নেয়া হয়েছে বলে তার স্বজনরা দা‌বি করেছেন।
বুধবার (২৪আগস্ট ) সন্ধ্যা ৭টার দিকে আড়ংঘাটা থানা‌ধিন বাইপাস রোড থে‌কে তাকে তুলে নেয়া হয়। এসময় তার সাথে থাকা মোটারসাইকেল নিয়ে যাওয়া হয়েছে।
সিআই‌ডি’র খুলনা মেট্রো শাখার এসএস‌পি জিয়া উ‌দ্দিন আহমেদ এঘটনার বিষয়ে অবগত নন বলে জা‌নিয়েছেন।
তবে ঢাকার সিআই‌ডি তাকে আটক করেছে কিনা সে‌টি নি‌শ্চিত করে বলতে পারছেন না বলেও জানান তি‌নি।
মেহেদী ওরফে কানা মেহেদী খুলনা মহানগরীর খা‌লিশপুর থানাধিন বঙ্গবাসী এলাকার মৃত মান্নানের ‌ছেলে। তার বিরুদ্ধে তিন‌টি হত‌্যা মামলাসহ একা‌ধিক মামলার আসা‌মি বলে প্রাথ‌মিকভাবে জানা গেছে।
২৫ আগস্ট সকালে মেহেদীর স্ত্রী ব‌বি বেগম জানান, সন্ধ‌্যা ৭টার দিকে তাকে সিআই‌ডি’র কো‌টি প‌রি‌হিত লোকজন তুলে নিয়েছে বলে ঘটনাস্থলে গিয়ে জানতে পা‌রি। এরপর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছে না।
প্রতক্ষ‌্যদর্শীরা জানান, বুধবার (২৪আগস্ট ) সন্ধ‌্যা ৭টার দিকে আড়ংঘাটা থানা‌ধিন বাইপাস রোড থেকে সিআই‌ডি’র কো‌টি প‌রি‌হিত ৬/৭জন ব‌্যক্তি তাকে মোটরসাই‌কেলসহ নিয়ে যান। খবর পেয়ে তার স্বজনরা সিআই‌ডি’র খুলনা কার্যালয়ে গিয়ে তার খোজ পায়‌নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ