দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, আর সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি যেন অচেনা রূপে। এশিয়া কাপের আগে এই দুই তারকাকে নিয়ে চলছে বিস্তর আলোচনা। রশিদ খানকেও শুনতে হলো একটি প্রশ্ন, দুজনের মধ্যে কাকে বল করতে কঠিন মনে হয়?
রশিদ দুজনকেই একই পাল্লায় রেখেছেন। আফগানিস্তানের লেগস্পিনার বলেছেন, ‘আমার কাছে দুজনকেই (কোহলি ও বাবর) বল করা সমান কঠিন। তারা যে ধরনের ব্যাটসম্যান, কোনও আলগা ডেলিভারি তারা ছেড়ে দেবে না। তাই আমার কাছে দুজনকেই বল করা কঠিন। কিন্তু আমি চ্যালেঞ্জ উপভোগ করি। কোনও সুযোগ নেই যে আমি তাদের দুজনকেই আলগা বল করবো। সঠিক জায়গাগুলোতে বল করায় মনোযোগ থাকবে, কিন্তু দুজনকেই বল করা কঠিন।’
রশিদ আরও জানান, কোহলি, বাবর ও কেন উইলিয়ামসনকে বোলিং গত কয়েক বছরে তার উন্নতিতে সহায়তা করেছে, ‘বাবর ও কোহলিকে বল করা মজার এবং এটা আমার জন্য দারুণ শিক্ষণীয় বিষয়। যখন আমি সানরাইজার্স হায়দরাবাদে কেন উইলিয়ামসনকে বল করতাম, তখন পরে আমার বোলিং সম্পর্কে আমাদের মধ্যে অনেক কথা হতো। তার কথাগুলো আমাকে অনেক সাহায্য করেছিল। আইপিএলে বিরাটের সঙ্গেও আলোচনা হয়েছিল এবং বাবরের সঙ্গেও।’
আসন্ন এশিয়া কাপে আফগানিস্তান পড়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সঙ্গে এক গ্রুপে। সুপার ফোরে উঠতে পারলে কোহলি ও বাবরের ভারত-পাকিস্তানের সঙ্গে দেখা হবে রশিদের। সেখানেই হয়ে যাবে আকেরটি পরীক্ষা।
বিজনেস বাংলাদেশ/হাবিব