০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

বাবর–রিজওয়ানের ব্যাটিং নিয়ে অসন্তোষ্ট শোয়েব

বারব আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে টি–টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে অনেক ম্যাচেই জিতিয়েছেন। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে তো এই দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথমবার ভারতকে বিশ্বকাপ মঞ্চে হারিয়েছে, তাও ১০ উইকেটে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে। পাকিস্তান ম্যাচ হারলে দায়টাও এই দুই ব্যাটসম্যানের ওপরই বেশি পড়ে।

ম্যাচ জিতলে বাবর– রিজওয়ান জুটি বাহবা যেমন পান, তেমনি হারলে দায়টাও পড়ে তাঁদের কাঁধে

 

 

কারণ, বাবর ও রিজওয়ান যে গতিতে শুরুতে রান করেন, উইকেটে সেট হয়ে সেটা পুষিয়ে দেওয়ার আগে আউট হয়ে গেলে পরের ব্যাটসম্যানদের ওপর সব সময়ই একটা চাপ পড়ে। কাল ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও ঠিক সেটাই হয়েছে। উদ্বোধনী জুটিতে মাত্র ১৫ রান তুলতে পারে পাকিস্তান। বাবর আউট হয়েছেন ৯ বলে ১০ রান করে। আরেক ওপেনার রিজওয়ান ৪৩ রান করতে খেলেছেন ৪২ বল, যা চাপ বাড়িয়েছে পরবর্তী ব্যাটসম্যানদের ওপর।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোড ম্যাপ চেয়েছি: বিএনপি মহাসচিব

বাবর–রিজওয়ানের ব্যাটিং নিয়ে অসন্তোষ্ট শোয়েব

প্রকাশিত : ০৪:২৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ অগাস্ট ২০২২

বারব আজম ও মোহাম্মদ রিজওয়ান ওপেনার হিসেবে টি–টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে অনেক ম্যাচেই জিতিয়েছেন। ২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপে তো এই দুই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথমবার ভারতকে বিশ্বকাপ মঞ্চে হারিয়েছে, তাও ১০ উইকেটে। তবে মুদ্রার উল্টা পিঠও আছে। পাকিস্তান ম্যাচ হারলে দায়টাও এই দুই ব্যাটসম্যানের ওপরই বেশি পড়ে।

ম্যাচ জিতলে বাবর– রিজওয়ান জুটি বাহবা যেমন পান, তেমনি হারলে দায়টাও পড়ে তাঁদের কাঁধে

 

 

কারণ, বাবর ও রিজওয়ান যে গতিতে শুরুতে রান করেন, উইকেটে সেট হয়ে সেটা পুষিয়ে দেওয়ার আগে আউট হয়ে গেলে পরের ব্যাটসম্যানদের ওপর সব সময়ই একটা চাপ পড়ে। কাল ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেও ঠিক সেটাই হয়েছে। উদ্বোধনী জুটিতে মাত্র ১৫ রান তুলতে পারে পাকিস্তান। বাবর আউট হয়েছেন ৯ বলে ১০ রান করে। আরেক ওপেনার রিজওয়ান ৪৩ রান করতে খেলেছেন ৪২ বল, যা চাপ বাড়িয়েছে পরবর্তী ব্যাটসম্যানদের ওপর।

বিজনেস বাংলাদেশ/হাবিব