পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিক্রয় চাপে সপ্তাহের প্রথম কার্যদিবসে অধিকাংশ কোম্পানির দর পতন হলেও বিক্রেতা সংকটে ছিল ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো-রহিমা ফুড, সাভার রিফ্যাক্টরিজ, সোনারগাঁ টেক্সটাইল, সোনালী আঁশ, মুন্নু জুট স্ট্রেপলার্স ও কে অ্যান্ড কিউ। জানা যায়, রোববার দুপুর ২টা নাগাদ বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে প্রত্যেকটি কোম্পানি।
এর মধ্যে ৯.৯৬৭ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে রহিমা ফুড। কোম্পানির প্রকাশিত তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে অতিরঞ্জিত মুনাফায় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লোকসানে ও সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে রহিমা ফুড। তবে চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই ১৭-মার্চ ১৮) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস)৮.৫৩ টাকা হয়েছে বলে তথ্য প্রকাশ করেছেন রহিমা ফুড কর্তৃপক্ষ। যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২৮৭ শতাংশ বেড়েছে। এক্ষেত্রে কোম্পানির জমি বিক্রয়জনিত মুনাফাকে বিবেচনায় নেওয়া হয়েছে। যা কোম্পানির ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না।
রহিমা ফুডসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) শহিদুর রহমান বলেন, ৯ মাসের ব্যবসায় কোম্পানির লোকসান হয়েছে। তবে জমি বিক্রয় করার কারনে ক্যাপিটাল গেইন হয়েছে। যে কারনে মুনাফা হয়েছে। এদিকে ৯.৯৬ শতাংশ দর বাড়ার মধ্যে হল্টেড হয়েছে সাভার রিফ্যাক্টরিজ। দুপুর ২ টা পর্যন্ত কোম্পানিটির মাত্র ৬ হাজার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়াও ৯.৫২ শতংশ বেড়ে হল্টেড হয়েছে সোনারগাঁ টেক্সটাইল, সোনালী আঁশের দর বেড়েছে ৯.১৩ শতাংশ বেড়েছে।

























