ভারতের পোশাক ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নি সৌদামিনি মাত্তুর বিয়ের অনুষ্ঠান ছিল শনিবার। সেই রাতে বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন ঐশ্বরিয়া রাই, সোনম কাপুর, অমিতাভ বচ্চন, করণ জোহরের মতো তারকারা। তাদের সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানও। অনুষ্ঠানে একটি গানের সঙ্গে নেচে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন তিনি।
এনডিটিভির প্রতিবেদনে জানানো, বিয়ের অনুষ্ঠানে নাচের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন করেন সারা। এর কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সারা একটি সাদা শাড়ি পরে ‘সাত সমুন্দর’ গানের তালে নাচেন। ওই সময় উপস্থিত অতিথিদের অনেকেই তাদের হাতে থাকা মোবাইলের ক্যামেরায় দৃশ্যটি ধারণ করা শুরু করেন।
থেমে ছিলেন না করণ জোহরও। ‘ও রাধা অন দ্য ড্যান্স ফ্লোর’ গানের তালে নাচেন তিনি। শুধু তাই নয়, একই অনুষ্ঠানে নাচতে দেখা যায় অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চনকেও।
‘ও রাধা অন দ্য ড্যান্স ফ্লোর’ গানের তালে করণ জোহরের নাচের ভিডিও দেখতে ক্লিক করতে পারেন নিচের লিংকে।


























