০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বেকায়দায় চঞ্চল

অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম লিখে ফেসবুকে সার্চ দিলে তার নিজেরটি বাদে আরও ২৫ থেকে ৩০টি ভুয়া অ্যাকাউন্ট পাওয়া যায়। এ ছাড়া ভ্যারিফায়েড পেজটি ছাড়াও তার নামে রয়েছে অসংখ্য ভুয়া পেজ। আর সেসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ছবি, স্ট্যটাস পোস্ট করা হচ্ছে। এ নিয়ে বেকায়দায় পড়েছেন এই অভিনেতা।

২২ এপ্রিল, রোববার দুপুরে এসব কথা জানান দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

চঞ্চল বলেন, ‘কিছুদিন আগে আমার পেজটি ভেরিফায়েড হয়েছে। আর না হলে, কোনটা আমার আসল পেইজ, সেটা বলাই মুশকিল ছিল। উল্টা সেই ভুয়া পেজগুলো থেকে নানান ম্যাসেজ আমাকে দেওয়া হচ্ছে, বলছে ওইটাই আসল পেইজ। আমি যে ছবিগুলো আমার ফেসবুক আইডি ও পেজ থেকে শেয়ার করি, সেটা সঙ্গে সঙ্গে কপি করে ওরাও সে পেজগুলোতে পোস্ট করে দেয়। তখন অনেকেই ভাবে ওইটাই আমার আসল পেজ।

তাই যারা আমার ফেক আইডি কিংবা পেজের সঙ্গে আছেন, তারা ভাবতেছেন সেটা আমার পেজ কিংবা আইডি। তারা ফলো করতেছেন কিংবা লাইক দিচ্ছেন। আর সে সুযোগ সেখান থেকে যারা আমার দর্শক-ভক্ত রয়েছেন, তাদেরকে বিভ্রান্ত করারও একটা সুযোগ পাচ্ছেন তারা। আমার পরিচিত যারা আমার অ্যাকাউন্টে আছে, তারা মাঝেমধ্যেই বলেন, আপনার আরেকটি অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আপনার হয়ে কথা বলছেন। তখন তাদের বিষয়টি বুঝিয়ে বলি।’

টিভি নাটকের জনপ্রিয় এই মুখ জানান, বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার ভুয়া পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ নিয়ে পরে বিভ্রান্তিও তৈরি হয়েছে।

সেই প্রসঙ্গ টেনে চঞ্চল চৌধুরী বলেন, ‘সবাই তো ভাবতেছে, ওটা আমি দিয়েছি। কিন্তু আমি তো ওটা না। এটা তো খারাপ কাজ। সাধারণ মানুষ তো ভাবতেছে, ওটা আমি দিয়েছি, বিষয়টা তো বিব্রতকরও। এটা নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা হয়, তখন আমি তো বিপদে পড়ব।

তাই যারা আমার নামে ভুয়া প্রোফাইলে অ্যাড আছেন কিংবা ফেক পেজে লাইক দিয়ে কিংবা ফলোয়ার হয়ে আছেন, তারা সেগুলোর সঙ্গে যুক্ত না থেকে আমার যেটা রিয়েল পেইজ ও আইডি, সেগুলোর সঙ্গে যুক্ত থাকেন। আমি আবারও বলছি। কারণ সবাই যেন এ বিষয়ে সতর্ক হয়। এ ধরনের ফেক আইডে ও পেজ থেকে কেউ কোনো ধরনের বিভ্রান্তির স্বীকার হলে তার দায় কিন্তু আমি নিব না।’

ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনার কথা জানিয়ে চঞ্চল বলেন, “কিছুদিন আগে আমাকে একজন বলল, ‘আপনার ফেসবুক পেইজ কী হ্যাকড হয়েছে?’ আমি জিজ্জেস করলাম, ‘কেন?’ সে বলল, ‘অনেক আজেবাজে পোস্ট দেওয়া হচ্ছে।’ পরে আমি গিয়ে দেখলাম, সেখানে যৌন উত্তেজক ঔষধ বিষয়ে বেশ কয়েকটি পোস্ট, যেটা কুরুচিপূর্ণ। আর সে পেইজটির লাইক প্রায় দেড় লাখ। সাধারণভাবে মানুষ তখন ভেবেছে ওটা আমারই পেজ। যদিও তার কিছুদিন পরই আমার পেজটি ভ্যারিফায়েড হয়েছে।”

জনপ্রিয় এ অভিনেতা জানান, গত দুই বছর ধরে তিনি ভুয়া আইডি ও পেজের বিষয়ে কথা বলেছেন। আর এটা নিয়ে কথা বলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যারা বিভ্রান্ত হয়েছেন, তারা তাকে গালাগালও করেন। তার আসল আইডিটিকে ভুয়া বলে অভিহিত করেন।

চঞ্চল বলেন, ‘‘যখন বলি, ওটা তো ভুয়া আইডি, এখন যেটা থেকে কথা বলছি সেটা রিয়েল আইডি, তখন ওপাশ থেকে আবার রিপ্লাই দেয়, ‘তুই ফেক! (হা হা হা)।’ এরপর আমাকে ব্লক করে দেওয়া হয়।’’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা অবলম্বনে নির্মিত ‘দেবী’ নামের ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। ঈদের কাজের ব্যস্ততাও শুরু হয়ে গেছে চঞ্চলের।

ঈদ উপলক্ষে চার-পাঁচটি ধারাবাহিক নাটকে এবার দেখা মিলবে এ অভিনেতার। সব মিলিয়ে ১৫ থেকে ২০টি নাটকে দেখা যাবে তাকে।

অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ দেওয়ার ঘোষণা হয়েছে। ‘আয়নাবাজি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল।

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বেকায়দায় চঞ্চল

প্রকাশিত : ১০:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮

অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম লিখে ফেসবুকে সার্চ দিলে তার নিজেরটি বাদে আরও ২৫ থেকে ৩০টি ভুয়া অ্যাকাউন্ট পাওয়া যায়। এ ছাড়া ভ্যারিফায়েড পেজটি ছাড়াও তার নামে রয়েছে অসংখ্য ভুয়া পেজ। আর সেসব ভুয়া আইডি ও পেজ থেকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ ছবি, স্ট্যটাস পোস্ট করা হচ্ছে। এ নিয়ে বেকায়দায় পড়েছেন এই অভিনেতা।

২২ এপ্রিল, রোববার দুপুরে এসব কথা জানান দুইবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা।

চঞ্চল বলেন, ‘কিছুদিন আগে আমার পেজটি ভেরিফায়েড হয়েছে। আর না হলে, কোনটা আমার আসল পেইজ, সেটা বলাই মুশকিল ছিল। উল্টা সেই ভুয়া পেজগুলো থেকে নানান ম্যাসেজ আমাকে দেওয়া হচ্ছে, বলছে ওইটাই আসল পেইজ। আমি যে ছবিগুলো আমার ফেসবুক আইডি ও পেজ থেকে শেয়ার করি, সেটা সঙ্গে সঙ্গে কপি করে ওরাও সে পেজগুলোতে পোস্ট করে দেয়। তখন অনেকেই ভাবে ওইটাই আমার আসল পেজ।

তাই যারা আমার ফেক আইডি কিংবা পেজের সঙ্গে আছেন, তারা ভাবতেছেন সেটা আমার পেজ কিংবা আইডি। তারা ফলো করতেছেন কিংবা লাইক দিচ্ছেন। আর সে সুযোগ সেখান থেকে যারা আমার দর্শক-ভক্ত রয়েছেন, তাদেরকে বিভ্রান্ত করারও একটা সুযোগ পাচ্ছেন তারা। আমার পরিচিত যারা আমার অ্যাকাউন্টে আছে, তারা মাঝেমধ্যেই বলেন, আপনার আরেকটি অ্যাকাউন্ট থেকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। আপনার হয়ে কথা বলছেন। তখন তাদের বিষয়টি বুঝিয়ে বলি।’

টিভি নাটকের জনপ্রিয় এই মুখ জানান, বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার ভুয়া পেজ থেকে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ নিয়ে পরে বিভ্রান্তিও তৈরি হয়েছে।

সেই প্রসঙ্গ টেনে চঞ্চল চৌধুরী বলেন, ‘সবাই তো ভাবতেছে, ওটা আমি দিয়েছি। কিন্তু আমি তো ওটা না। এটা তো খারাপ কাজ। সাধারণ মানুষ তো ভাবতেছে, ওটা আমি দিয়েছি, বিষয়টা তো বিব্রতকরও। এটা নিয়ে যদি কোনো ধরনের ঝামেলা হয়, তখন আমি তো বিপদে পড়ব।

তাই যারা আমার নামে ভুয়া প্রোফাইলে অ্যাড আছেন কিংবা ফেক পেজে লাইক দিয়ে কিংবা ফলোয়ার হয়ে আছেন, তারা সেগুলোর সঙ্গে যুক্ত না থেকে আমার যেটা রিয়েল পেইজ ও আইডি, সেগুলোর সঙ্গে যুক্ত থাকেন। আমি আবারও বলছি। কারণ সবাই যেন এ বিষয়ে সতর্ক হয়। এ ধরনের ফেক আইডে ও পেজ থেকে কেউ কোনো ধরনের বিভ্রান্তির স্বীকার হলে তার দায় কিন্তু আমি নিব না।’

ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিড়ম্বনার কথা জানিয়ে চঞ্চল বলেন, “কিছুদিন আগে আমাকে একজন বলল, ‘আপনার ফেসবুক পেইজ কী হ্যাকড হয়েছে?’ আমি জিজ্জেস করলাম, ‘কেন?’ সে বলল, ‘অনেক আজেবাজে পোস্ট দেওয়া হচ্ছে।’ পরে আমি গিয়ে দেখলাম, সেখানে যৌন উত্তেজক ঔষধ বিষয়ে বেশ কয়েকটি পোস্ট, যেটা কুরুচিপূর্ণ। আর সে পেইজটির লাইক প্রায় দেড় লাখ। সাধারণভাবে মানুষ তখন ভেবেছে ওটা আমারই পেজ। যদিও তার কিছুদিন পরই আমার পেজটি ভ্যারিফায়েড হয়েছে।”

জনপ্রিয় এ অভিনেতা জানান, গত দুই বছর ধরে তিনি ভুয়া আইডি ও পেজের বিষয়ে কথা বলেছেন। আর এটা নিয়ে কথা বলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে যারা বিভ্রান্ত হয়েছেন, তারা তাকে গালাগালও করেন। তার আসল আইডিটিকে ভুয়া বলে অভিহিত করেন।

চঞ্চল বলেন, ‘‘যখন বলি, ওটা তো ভুয়া আইডি, এখন যেটা থেকে কথা বলছি সেটা রিয়েল আইডি, তখন ওপাশ থেকে আবার রিপ্লাই দেয়, ‘তুই ফেক! (হা হা হা)।’ এরপর আমাকে ব্লক করে দেওয়া হয়।’’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের রচনা অবলম্বনে নির্মিত ‘দেবী’ নামের ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ছবিটি খুব শিগগিরই মুক্তি পাবে। ঈদের কাজের ব্যস্ততাও শুরু হয়ে গেছে চঞ্চলের।

ঈদ উপলক্ষে চার-পাঁচটি ধারাবাহিক নাটকে এবার দেখা মিলবে এ অভিনেতার। সব মিলিয়ে ১৫ থেকে ২০টি নাটকে দেখা যাবে তাকে।

অন্যদিকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ দেওয়ার ঘোষণা হয়েছে। ‘আয়নাবাজি’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল।