চট্টগ্রামের লোহাগাড়ায় গহীন পাহাড়ি এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় পরিমল দাশ (৫৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পদুয়া ৭নং ওয়ার্ডস্থ ফরিয়াদেরকুল থেকে প্রায় ৫/৬ কিলোমিটার পূর্ব পাশের গহীন পাহাড়ী এলাকার ভগরতির খামারের পুর্ব পার্শ্বের একটা গাছ বাগান থেকে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তি উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডস্থ হিন্দু উত্তর পাড়ার মৃত প্রানহরী দাশ (পরান বৈদ্য)-এর ছেলে এবং পদুয়া তেওয়ারি হাটের প্রবীণ মুদির দোকান ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ এহসান। নিহতের ছেলে প্রণয় দাশ জানান, তার পিতা পরিমল দাশ গত একমাস আগে কোন কারণ ছাড়া বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। বাবাকে তারা অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিল। ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে পাহাড়ে অজ্ঞাত লাশ পাওয়ার বিষয়টি জানতে পারলে তারা তার বাবা কিনা সেটা দেখতে ছুটে যান ঘটনাস্থলে। ওই সময় তার বাবার গায়ের কাপড় এবং পায়ের জুতা দেখে তারা নিশ্চিত হন যে সেটা তাদের বাবা পরিমল দাশের লাশ। তখন তারা থানা পুলিশকে খবর দেন। তিনি আরো বলেন, তার বাবার সাথে কারো সাথে কোন ঝগড়াঝাটি বা বিবেদ ছিলনা। তবে, করোনার পর থেকে তার বাবা অসুস্থ হয়ে মানসিক ভারসাম্যহীন ছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুল জানান, খবর পেয়ে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম স্যারের নেতৃত্বে দুর্গম পাহাড়ি এলাকা থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করেছি। প্রাথমিক ভাবে হত্যা নাকি আত্নহত্যা বুঝা যাচ্ছেনা। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মূল রহস্য জানা যাবে।
বিজনেস বাংলাদেশ/হাবিব