১১:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

সিদ্দিকুরের ‘লংকা’ রেস্টুরেন্টের ওপেনিং

বিভিন্ন সময় আলোচনায় থাকেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান । সম্প্রতি তিনি ও তার বন্ধু ফারুক মিলে রাজধানীর বনানীতে গেলো বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) কেক কাঁটার মধ্যে দিয়ে ‘লংকা’ রেস্টুরেন্টের ওপেনিং করেন। এসময় ওপেনিং ফিতা কাটেন চিত্র নায়িকা অঞ্জনা, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মোঃ ইকবাল,নৃত্য পরিচালক ইউসুফ খান,অভিনেতা অনুভব সহ আরো অনেকে । এ বিষয়ে সিদ্দিকুর বলেন, ‘ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম।

বনানী ১০ নং রোডের ডি ব্লকের ৬৬নং বাসার ৩তলায় রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের ১০০ উপরের আইটেমের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

অভিনেতা সিদ্দিকুর বলেন, আমি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করতেও হচ্ছে এখন। আমার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘লংকা’। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজন বিলাশি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

সিদ্দিকুরের ‘লংকা’ রেস্টুরেন্টের ওপেনিং

প্রকাশিত : ০৪:২৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২

বিভিন্ন সময় আলোচনায় থাকেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান । সম্প্রতি তিনি ও তার বন্ধু ফারুক মিলে রাজধানীর বনানীতে গেলো বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) কেক কাঁটার মধ্যে দিয়ে ‘লংকা’ রেস্টুরেন্টের ওপেনিং করেন। এসময় ওপেনিং ফিতা কাটেন চিত্র নায়িকা অঞ্জনা, জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মোঃ ইকবাল,নৃত্য পরিচালক ইউসুফ খান,অভিনেতা অনুভব সহ আরো অনেকে । এ বিষয়ে সিদ্দিকুর বলেন, ‘ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম।

বনানী ১০ নং রোডের ডি ব্লকের ৬৬নং বাসার ৩তলায় রেস্টুরেন্টটি চালু করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের ১০০ উপরের আইটেমের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

অভিনেতা সিদ্দিকুর বলেন, আমি বর্তমানে কাজ নিয়েই ব্যস্ত। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করতেও হচ্ছে এখন। আমার রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘লংকা’। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজন বিলাশি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।
বিজনেস বাংলাদেশ/বিএইচ