০৫:১২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রতিশোধ নিচ্ছে রাশিয়া

ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা রাশিয়ার

রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের আলো ও উষ্ণতা থেকে বঞ্চিত করা হচ্ছে। খবর বিবিসি।

ব্ল্যাকআউটের কারণে খারকিভ ও দোনেস্কসহ পূর্বাঞ্চলের প্রায় ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন।

সম্প্রতি পাল্টা আক্রমণ চালিয়ে করে রুশ বাহিনীর হাত থেকে নিজেদের ৩ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করে ইউক্রেন। এখন দেশটির অভিযোগ, ওই ঘটনার প্রতিশোধ হিসেবে মস্কো পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

এ বিষয়ে খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলার কারণে বেসামরিক অবকাঠামোর বেশিরভাগ অংশই বিদ্যুৎ বা পানি বিচ্ছিন্ন রয়েছে। একে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যের প্রতিশোধ হিসেবে জঘন্য ও নিষ্ঠুর প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

বিবিসির সংবাদদাতা জানান গতকাল রোববার সন্ধ্যায় খারকিভ থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলার মতো শব্দ শোনা গিয়েছিল।
খারকিভের মেয়ের ও ওই অঞ্চলের গভর্নর স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জরুরী পরিষেবা কর্মীরা মেরামত ও আগুন নেভাতে কাজ করছে।

পার্শ্ববর্তী একাধিক অঞ্চল থেকেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর এসেছে বলে জানায় বিবিসি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

ইউক্রেনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে প্রতিশোধ নিচ্ছে রাশিয়া

প্রকাশিত : ১০:৫৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

রুশ লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণের প্রতিশোধ নিতে পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, স্থানীয় বাসিন্দাদের আলো ও উষ্ণতা থেকে বঞ্চিত করা হচ্ছে। খবর বিবিসি।

ব্ল্যাকআউটের কারণে খারকিভ ও দোনেস্কসহ পূর্বাঞ্চলের প্রায় ৯০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে প্রেসিডেন্ট জেলেনস্কি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন।

সম্প্রতি পাল্টা আক্রমণ চালিয়ে করে রুশ বাহিনীর হাত থেকে নিজেদের ৩ হাজার বর্গ কিলোমিটারের বেশি এলাকা পুনরুদ্ধার করেছে বলে দাবি করে ইউক্রেন। এখন দেশটির অভিযোগ, ওই ঘটনার প্রতিশোধ হিসেবে মস্কো পূর্ব ইউক্রেন জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

এ বিষয়ে খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছেন, রাশিয়ার হামলার কারণে বেসামরিক অবকাঠামোর বেশিরভাগ অংশই বিদ্যুৎ বা পানি বিচ্ছিন্ন রয়েছে। একে তিনি ইউক্রেনের সেনাবাহিনীর সাম্প্রতিক সাফল্যের প্রতিশোধ হিসেবে জঘন্য ও নিষ্ঠুর প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

বিবিসির সংবাদদাতা জানান গতকাল রোববার সন্ধ্যায় খারকিভ থেকে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলার মতো শব্দ শোনা গিয়েছিল।
খারকিভের মেয়ের ও ওই অঞ্চলের গভর্নর স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, জরুরী পরিষেবা কর্মীরা মেরামত ও আগুন নেভাতে কাজ করছে।

পার্শ্ববর্তী একাধিক অঞ্চল থেকেও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার খবর এসেছে বলে জানায় বিবিসি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব