০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

অঙ্কিতা ও মিলিন্দ ‘জাস্ট ম্যারেড’

কনের পরনে সাদা শাড়ি, ফুলের সাজ, আর বরের পরনে সাদা ধুতি-পাঞ্জাবি—মিলিন্দ ও অঙ্কিতা তখন বিয়ের জন্য তৈরি।

গতকাল রোববার সকালে অবশেষে এসেছিলো সেই মাহেন্দ্রক্ষণ। আত্মীয়-স্বজন পরিবেষ্টিত মণ্ডপে মারাঠি ও অসমিয়া—উভয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সব সমালোচনার জবাব দিয়ে দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিলেন হলিউডের মডেল ও অভিনেতা মিলিন্দ ও অঙ্কিতা। বুঝিয়ে দিলেন প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধাই নয়।

মিলিন্দের বয়স ৫২ আর অঙ্কিতার বয়স ২৭। বয়সে ২৫ বছরের ছোট মেয়ের সঙ্গে মডেল, অভিনেতার প্রেম নিয়ে আলোচনা কম হয়নি। প্রথমটা বিয়ের প্রস্তাব মেনে নেয়নি অঙ্কিতার পরিবার। তবে পরে নাকি অঙ্কিতার দাদার ছেলের জন্মদিনে মিলিন্দ গুয়াহাটির বাড়িতে গেলে তার ব্যবহারে মুগ্ধ হয় অঙ্কিতার পরিবার।

ওই দিনের পর তাদের বিয়ের জন্য তৈরি হয়ে যায় দুই পরিবার। ভারতের মহারাষ্ট্রের আলিবাগের এক রিসোর্টে শনিবার সকালে হয় মেহেদির অনুষ্ঠান, রাতে হয় সংগীতের অনুষ্ঠান। রোববার সকালে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তাদের বিয়ে হয়।

মিলিন্দ সোমন ও অঙ্কিতার বিয়েতে উপস্থিত ছিলেন দুই তরফের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা। তাদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। ছিলেন মিলিন্দের প্রেমিকা দীপান্বিতা শর্মাও। মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের সব ভিডিও শেয়ার করেছেন তিনি। সূত্র: জি নিউজ

ট্যাগ :
জনপ্রিয়

ময়মনসিংহে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু

অঙ্কিতা ও মিলিন্দ ‘জাস্ট ম্যারেড’

প্রকাশিত : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ এপ্রিল ২০১৮

কনের পরনে সাদা শাড়ি, ফুলের সাজ, আর বরের পরনে সাদা ধুতি-পাঞ্জাবি—মিলিন্দ ও অঙ্কিতা তখন বিয়ের জন্য তৈরি।

গতকাল রোববার সকালে অবশেষে এসেছিলো সেই মাহেন্দ্রক্ষণ। আত্মীয়-স্বজন পরিবেষ্টিত মণ্ডপে মারাঠি ও অসমিয়া—উভয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সব সমালোচনার জবাব দিয়ে দীর্ঘদিনের প্রেমকে পরিণতি দিলেন হলিউডের মডেল ও অভিনেতা মিলিন্দ ও অঙ্কিতা। বুঝিয়ে দিলেন প্রেমের ক্ষেত্রে বয়স কোনো বাধাই নয়।

মিলিন্দের বয়স ৫২ আর অঙ্কিতার বয়স ২৭। বয়সে ২৫ বছরের ছোট মেয়ের সঙ্গে মডেল, অভিনেতার প্রেম নিয়ে আলোচনা কম হয়নি। প্রথমটা বিয়ের প্রস্তাব মেনে নেয়নি অঙ্কিতার পরিবার। তবে পরে নাকি অঙ্কিতার দাদার ছেলের জন্মদিনে মিলিন্দ গুয়াহাটির বাড়িতে গেলে তার ব্যবহারে মুগ্ধ হয় অঙ্কিতার পরিবার।

ওই দিনের পর তাদের বিয়ের জন্য তৈরি হয়ে যায় দুই পরিবার। ভারতের মহারাষ্ট্রের আলিবাগের এক রিসোর্টে শনিবার সকালে হয় মেহেদির অনুষ্ঠান, রাতে হয় সংগীতের অনুষ্ঠান। রোববার সকালে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে তাদের বিয়ে হয়।

মিলিন্দ সোমন ও অঙ্কিতার বিয়েতে উপস্থিত ছিলেন দুই তরফের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা। তাদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। ছিলেন মিলিন্দের প্রেমিকা দীপান্বিতা শর্মাও। মিলিন্দ ও অঙ্কিতার বিয়ের সব ভিডিও শেয়ার করেছেন তিনি। সূত্র: জি নিউজ