বাঁচানো গেল না আজিমপুর কবরস্থানে দাফনের সময় নড়ে ওঠা নবজাতককে। সোমবার রাত ১টা ৩৩ মিনিটে মারা গেছে শিশুটি। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল আজিজ শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার একাধিক চিকিৎসক বলেছিলেন, সাধারণত আড়াই কেজি ওজনের নবজাতককে স্বাভাবিক ওজনের শিশু বলে গণ্য করা হয়। দুই কেজির কম হলে প্রিম্যাচিওর শিশু বলা হয়। এই শিশুটির ওজন মাত্র ১ কেজি।
সোমবার ঢাকা শিশু হাসপাতালে সংবাদ সম্মেলনে শিশুটির মামা শরিফুল ইসলাম বলেন, রবিবার রাতে নানা পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের জানানো হয় শিশুটি নড়াচড়া করছে না। সে পেটে মারা গেছে। সকালে প্রসবের মাধ্যমে তাকে বের করা হবে। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর ডাক্তাররা বলে সে পেটে মৃত, তারা পরীক্ষা করেছে কি-না জানি না।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতকটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এর পর মৃত সন্তানকে দাফন করার জন্য আজিমপুর কবরস্থানে নিয়ে যান বাবা। সেখানে গোসল করানোর সময় নড়ে ওঠে নবজাতকটি।
সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে কাছের আজিমপুর মেটারনিটিতে ছুটে যান বাবাসহ অন্য স্বজনরা। সেখান থেকে নবজাতকটিকে আগারগাঁওয়ের শিশু হাসপাতালে পাঠানো হয়।























