০৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬

জবির প্রধান ফটকে বাস চাপায় নিহত এক,আহত দুই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বাহাদুর শাহ্ পার্ক সংলগ্ন সাভার পরিবহনের ধাক্কায় বুলবুল নামে এক পথচারীর নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও রিকশায় থাকা আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিজনেস বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহত ব্যক্তির নাম বুলবুল আহম্মেদ। তার বয়স ৬০ বছর। নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থাকতেন মুন্সীগঞ্জে। নিহতের ছেলে সবুজ বাদী হয়ে মামলার করছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন রিকশাচালক। অপরজন রিকশার যাত্রী। তাঁর নাম আকাশ দাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী। আহত রিকশাচালক মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

আকাশ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে। তিনি বিজনেস বাংলাদেশকে বলেন, আজ সকালে বাসা থেকে রিকশায় ক্যাম্পাসে আসতেছিলাম। রিকশাটি বাহাদুর শাহ পার্ক এলাকায় এলে পেছন দিক থেকে সাভার পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি এক পথচারীকেও ধাক্কা দেয়। নিহতের ছেলে সবুজ বলেন, আমি আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সঠিক বিচার চাই।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

খন্দকার মোশাররফ হোসেন ও খন্দকার মারুফ হোসেনসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জবির প্রধান ফটকে বাস চাপায় নিহত এক,আহত দুই

প্রকাশিত : ০৩:৫১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে বাহাদুর শাহ্ পার্ক সংলগ্ন সাভার পরিবহনের ধাক্কায় বুলবুল নামে এক পথচারীর নিহতের ঘটনা ঘটেছে। এছাড়াও রিকশায় থাকা আরও দুজন ব্যক্তি আহত হয়েছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়েছেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিজনেস বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নিহত ব্যক্তির নাম বুলবুল আহম্মেদ। তার বয়স ৬০ বছর। নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থাকতেন মুন্সীগঞ্জে। নিহতের ছেলে সবুজ বাদী হয়ে মামলার করছে বলে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজন রিকশাচালক। অপরজন রিকশার যাত্রী। তাঁর নাম আকাশ দাস। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী। আহত রিকশাচালক মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

আকাশ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার হয়েছে। তিনি বিজনেস বাংলাদেশকে বলেন, আজ সকালে বাসা থেকে রিকশায় ক্যাম্পাসে আসতেছিলাম। রিকশাটি বাহাদুর শাহ পার্ক এলাকায় এলে পেছন দিক থেকে সাভার পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় বাসটি এক পথচারীকেও ধাক্কা দেয়। নিহতের ছেলে সবুজ বলেন, আমি আমার বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সঠিক বিচার চাই।

 

বিজনেস বাংলাদেশ/ হাবিব