অর্থমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের পদক্ষপে ব্যাংকিং খাতের তারল্য সংকট কাটছে। তবুও পুঁজিবাজারের লেনদেনের মিশ্র প্রভনতা দেখা যাচ্ছে। একদিন সূচক বাড়লে কমছে তিনদিন। এমন পরিস্থিতিও অব্যাহত উত্থানে রেকর্ড গড়েছে বাজারের তালিকাভুক্ত ছয় কোম্পানি। তাই কোম্পানিগুলোর দর বাড়ার কারণ খুজতেই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিএসইসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, তদন্ত কমিটির সদ্যসরা হলেন- বিএসইসি’র উপ-পরিচালক ওহিদুল ইসলাম, সহকারী পরিচালক আবদুস সেলিম ও ওয়ারিসুল হাসান রিফাত। সূত্র জানায়, বাজারের লেনদেন মন্দায়ও অব্যাহত দর বাড়ায় ৬ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- মুন্নু জুট স্টাফলার্স, রেনউইক যজ্ঞেশ্বর, স্টাইলক্রাফট, মুন্নু সিরামিক, আলিফ ইন্ডাস্ট্রিজ ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স। বিশ্লেষনে দেখা যায়, মুন্নু সিরামিকের শেয়ার দর গত ২৫ মার্চ ছিল ১৩২.৪ টাকা। কিন্তু ৮ এপ্রিল তা ১৫৯.৭ টাকায় স্থিতি পায়। হঠাৎ করে কোম্পানিটির শেয়ার দরের ব্যাপক উত্থানে তদন্ত কমিটি করেছে বিএসইসি। অব্যাহত উত্থানে রয়েছে স্টাইলক্রাফটও।
গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৭৮.৬ টাকা। যা ২৩ এপ্রিল ১৮৯৩.২ টাকায় স্থিতি পেয়েছে। এসময় উদ্যোক্তাদের ঘোষনা ছাড়া শেয়ার বিক্রির অভিযোগ রয়েছে কোম্পানিটির। রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ারে হঠাৎ উত্থানে হতবাক খোদ নিয়ন্ত্রক সংস্থা। টানা উত্থানে সম্প্রতিক সময়ে রেকর্ড দরের রেকর্ড গড়েছে কোম্পানিটির। গত ২৯ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৬২.৪ টাকা। তা ১২ এপ্রিল ৭৭৯ টাকায় স্থিতি পেয়েছে। দর বৃদ্ধির রেকর্ড গড়েছে মুন্নু জুট স্টাফলার্সও। গত ২৫ মার্চ কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৬৫.৭ টাকা। কিন্তু অব্যাহত উত্থানে গত ২৩ এপ্রিল তা ১৬৫৮ টাকায় স্থিতি পেয়েছে।
এসময় কোম্পানিটি সর্বোচ্চ দরের রেকর্ড অতিক্রম করেছে। আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার গত এক মাসে সর্বনিম্ন ৮১.৬ টাকা থেকে ১১১.২ টাকায় স্থিতি পেয়েছে। এসময় আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর বেড়েছে ২৯.৬ টাকা। গত এক মাসে পপুলার লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮৬.৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩২.৪ টাকায় লেনদেন হয়েছে। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪৬ টাকা।

























