ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় ১জন নিহত ও ৬জন আহত হয়েছে। নিহতের নাম উজ্জল মিয়া (৪৫)। সে পেশায় একজন অটোমেকানিক।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত উজ্জল উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদনগর গ্রামের মৃত জয়নান মিয়ার ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অচিন্তপুর বাজারে শ^শুড় অটোচালক আব্দুর রাজ্জাকের বাড়িতে থাকতেন নিহত উজ্জল মিয়া। ঘটনার দিন আত্মীয়ের জন্য মাওহা ইউনিয়নের ভ‚টিয়ারকোনা বৌ দেখতে যাওয়ার পথে শাহগঞ্জগ থেকে গৌরীপুরগামী সিএনজির সাথে গাগলা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল মিয়া মারা যান। মোটরসাইকেলে থাকা সঙ্গীয় ৩জন আহত হয়। সিএনজির চালকসহ তিনজন ও একজন শিশু ছিলো। মোটরসাইকেল ও সিএনজিতে থাকা আহত ছয়জনকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতরা হলেন লাল মিয়া(৬৫), রোকন(৩০) ও অপর ৪জন অজ্ঞাত।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক ডা. সুরপা জানান, দূর্ঘটনার শিকার ছয়জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে ও গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ আব্দুল হালিম সিদ্দিকী বলেন, দূর্ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক উজ্জল মিয়া নিহত হয়। সিএনজি ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















