চট্টগ্রামে আনোয়ারায় বটতলী রুস্তমহাটের সড়কের দু’পাশের ফুটপাত দখল করে চলছে অসংখ্য ভাসমান দোকানপাটের রমরমা ব্যবসা। প্রতিদিন ভাসমান দোকানপাটের জন্য প্রতি নিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। কারোই কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। সড়কে সৃষ্ট যানজট দেখেও না দেখার ভান করছে সড়ক দখল করে বসা দোকানিরা।ফুটপাত দখলে থাকায় পথচারীরা বাধ্য হন রাস্তায় নেমে যাতায়াত করতেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বটতলী রস্তমহাট শাহ মোহছেন আউলিয়া (রাঃ) সড়কের এবং দুই পাশের ফুটপাতের বেশির ভাগ জায়গা দখল করে বসানো হয়েছে অবৈধ ভাসমান দোকানপাট। এতে প্রতিদিন সড়কে জ্যাম সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। সড়ক ওপর দাঁড়িয়ে আছে সিএনজি (অটোরিকশা) দীর্ঘ সারি। জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে যাত্রীদের যাতায়াত।
স্থানীরা জানান, আমাদের যাতায়াতের গুরুত্বপূর্ণ শাহ মোহছেন আউলিয়া (রাঃ) সড়ক। প্রতিদিন ২০-৩০ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে। বটতলী বাজারে সর্বপশ্চিমে রয়েছে ঐতিহাসিক শাহ মোহছেন আউলিযা (র.) মাজার। প্রতিদিন বিভিন্ন জেলা-উপজেলা থেকে মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর আসে হাজার হাজার ভক্তবৃন্দ এসে যানযটের ভোগান্তি শিকার হচ্ছে।
জানা যায়, ২০ ফুটের সরু সড়কটির দুই পাশের ফুটপাত দখল আছে অবৈধ ভাসমান দোকানদের সিন্ডিকেট। প্রতি শুক্র ও সোমবার সাপ্তাহিক বাজারের দিনে হাজার হাজার ক্রেতা বিক্রেতার রুস্তমহাটে যাতায়াতের ব্যবস্থা দুর্ভোগের কাটা হয়ে দাঁড়ায়। প্রশাসনের উদ্যােগে মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলে সকাল উচ্ছেদ হলে দুপুরের এবং বিকালে উচ্ছেদ করা হলে সন্ধ্যায় পুনরায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে দোকানিরা।ফুটপাত দখল নিয়ে ইজারাদারের আশ্রয়ে প্রশ্রয়ে প্রশাসনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোর ব্যবসা করছেন তারা এমন অভিযোগ।
জ্যামের আটকা পড়া এসএসসি পরীক্ষার আফরোজা জানান, বটতলী রস্তমহাটের বাজারের সড়ক ২ পাশের ফুটপাত দখল করে দোকানপাটের জন্য প্রতিদিন জ্যামে আটকে পরতেছি।১০ মিনিটের সড়ক অতিক্রম করতে আধা ঘন্টা সময় লাগতেছে। ফুটপাত দখলমুক্ত জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি।
বটতলী রস্তমহাটের সড়কের ফুটপাত দখল করে, অবৈধ ভাসমান দোকানপাটের জন্য যানযট সৃষ্টি বিষয় জানতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী মোবাইল ফোনের একাধিক বার কল করে পাওয়া যায়নি।
যানযটের বিষয়ের উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবারয় আহমেদ জানান,বটতলী রস্তমহাটের সড়কের দু’পাশে অবৈধ ভাসমান দোকানপাট গুলো অনেকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। উচ্ছেদ অভিযান করা হলে ওনারা পুনরায় বসে যায়।এ বিষয়ে আমাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং বাজার সমিতি সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।বিষয়টা আমরা আবার দেখবো কি করা যায়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব